প্রতীকী ছবি।
টেবিল টেনিস ব্যাটের সাহায্যে এক ঘণ্টায় সবথেকে বেশি বার ‘অল্টারনেট হিট’ করে গিনেস বুকে নাম তুলে ফেলল মহারাষ্ট্রের লাতুরের পি হরিকৃষ্ণ। ১৪ বছরের এই স্কুলছাত্র এক ঘণ্টার মধ্যে ৯৫১২ বার ‘অল্টারনেট হিট’ করেছে।
অল্টারনেট হিট টেবিল টেনিস ব্যাট ছাড়াও টেনিস র্যাকেটের সাহায্যে করা যায়। সাধারণ ভাবে ব্যাট বা র্যাকেটের দু’পাশ দিয়ে ক্রমাগত বল নাচিয়ে যাওয়াকে অল্টারনেট হিট বলে।
গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, আগের রেকর্ডের থেকেও অন্তত ১০০০ বার বেশি হিট করেছে হরিকৃষ্ণ। ১ অক্টোবর তার নাম গিনেস বুকে উঠে গেলেও তা সম্প্রতি সামনে এসেছে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত ম্যাঞ্চেস্টার সিটির জেসুস, ওয়াকার
লাতুরের রাজা নারায়ণলাল লাহোটি ইংলিশ স্কুলে নবম শ্রেণিতে পড়ে হরিকৃষ্ণ। গত ২০ ডিসেম্বর স্কুলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাফল্যের জন্য বাবা-মাকেই ধন্যবাদ জানিয়েছে সে।
আরও পড়ুন: ম্যাচের পরেই ফাওলাররা কথা বলতে পারবেন রেফারিদের সঙ্গে