রামিজ রাজা ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিরাট কোহলীদের প্রতিপক্ষ বাবর আজমরা। একবারও বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে এবার বিরাটদের বিরুদ্ধে জিততে সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এবার আসরে নামলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাও। বিরাটদের হারাতে পারলে বাবরদের জন্য ফাঁকা চেক দেওয়া হবে বলে জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
পাক বোর্ডের কর্তা রামিজ বলেন, ‘‘একজন বিনিয়োগকারী পাকিস্তান বোর্ডকে প্রস্তাব দিয়েছেন বাবররা যদি বিরাটদের হারাতে পারেন তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তিনি ফাঁকা চেক উপহার দেবেন।’’
দুই বিশ্বকাপ মিলিয়ে মোট ১২ বার ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। তবে এখনও একবারও জিততে পারেনি পাকিস্তান। তার মধ্যে সাত বার পঞ্চাশ ওভারের বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দল। ২৪ অক্টোবর ফের ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ খেলবে পাকিস্তান।
ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বোর্ডের উপর এখনও ক্ষুব্ধ রামিজ। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘‘আমাদের যথেষ্ট টাকা থাকলে এমন হত না। ইংল্যান্ড বা নিউজিল্যান্ড আমাদের সঙ্গে এমন করার সাহস পেত না।’’