T20 World Cup 2024

এক ওভারে ৩৬ রান, তবু বোলারের বদান্যতায় যুবরাজকে ছোঁয়া হল না ব্যাটারের!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ছ’বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। কিন্তু মঙ্গলবার ভোরে ওয়েস্ট ইন্ডিজ়ের নিকোলাস পুরান ছ’বলে ছয় ছক্কা না মেরেই এক ওভারে ৩৬ রান তুললেন। আফগানিস্তানের বিরুদ্ধে সহজেই জিতল ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ১০:৪৪
Share:

যুবরাজ সিংহ এবং নিকোলাস পুরান। —ফাইল চিত্র।

আফগানিস্তানের বিরুদ্ধে এক ওভারে ওয়েস্ট ইন্ডিজ় তুলল ৩৬ রান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছ’বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। কিন্তু মঙ্গলবার ভোরে ওয়েস্ট ইন্ডিজ়ের নিকোলাস পুরান ছ’বলে ছয় ছক্কা না মেরেই এক ওভারে ৩৬ রান তুললেন। আফগানিস্তানের বিরুদ্ধে সহজেই জিতল ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

ক্যারিবিয়ান ইনিংসের চতুর্থ ওভারে ৩৬ রান দেন আফগান বোলার আজমতুল্লা ওমারজাই। সেই ওভারের প্রথম বলেই ছক্কা মারেন পুরান। পরের বলটি নো বল ছিল। সেই বলে চার মারেন ক্যারিবিয়ান ব্যাটার। ফ্রি হিটের বলটিতে ওয়াইড করেন ওমারজাই। সেই বলটি বাউন্ডারির বাইরে চলে যায়। পরের বলটিও ফ্রি হিট ছিল। সেই বলে বোল্ড হয়ে যান পুরান। কিন্তু ফ্রি হিট থাকায় তিনি আউট হননি। পরের দু’টি বলে চার মারেন পুরান। শেষ দু’টি বলে ছক্কা। এক ওভারে ৩৬ রান দেন ওমারজাই।

ওয়েস্ট ইন্ডিজ় পাওয়ার প্লে-তেই ৯২ রান তুলে নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা রেকর্ড। পুরান ম্যাচে ৫৩ বলে ৯৮ রান করেন। তাঁর ইনিংসে ভর করেই ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ়। জনসন চার্লস ৪৩ রান করেন। আফগান বোলারেরা কোনও ভাবেই রান আটকাতে পারছিলেন না।

Advertisement

ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ফলে ২১৯ রানের লক্ষ্য পার করা সম্ভব হয়নি তাদের পক্ষে। ১১৪ রানেই শেষ হয়ে যায় রশিদদের ইনিংস। সব থেকে বেশি রান করেন ইব্রাহিম জ়াদরান। গ্রুপ পর্বে চারটি ম্যাচ জিতে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement