T20 World Cup 2024

আদুর গায়ে রুপোলি বালি, ওয়েস্ট ইন্ডিজ়ে পৌঁছে ক্যারিবিয় মেজাজে রিঙ্কু, কোহলিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ়ে ভারতীয় দল। প্রতিযোগিতায় অপরাজিত থাকা রোহিত, বিরাটেরা রয়েছেন ফুরফুরে মেজাজে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ১৭:২৫
Share:

বার্বাডোজের সৈকতে রিঙ্কু সিংহ, বিরাট কোহলিরা। ছবি: বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলতে ওয়েস্ট ইন্ডিজ় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মাদের প্রথম ম্যাচ ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে। রশিদ খানের দলকে সমীহ করলেও আত্মবিশ্বাসী ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের সমুদ্রসৈকতে ধরা পড়ল বিরাট কোহলি, রিঙ্কু সিংহদের ফুরফুরে মেজাজের ছবি।

Advertisement

বৃষ্টির জন্য ফ্লরিডায় কানাডার বিরুদ্ধে ভারতের ম্যাচ ভেস্তে যায়। সেখান থেকে বার্বাডোজে চলে এসেছেন রোহিত-কোহলিরা। সেখানে সমুদ্রসৈকতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মেতেছেন তাঁরা। সৈকতের রুপোলি বালি মেখে চলল খেলা।

সমুদ্রের ধারেই ভারতীয় দলের হোটেল। তার সামনে রয়েছে সুন্দর সৈকত। সেখানেই ভলিবল নিয়ে আদুর গায়ে নেমে পড়লেন কোহলি, রিঙ্কু, আরশদীপ সিংহেরা। ভারতীয় ক্রিকেটারদের বিচ ভলিবল খেলার ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। জয় এসেছে পাকিস্তানের বিরুদ্ধেও। স্বভাবতই হালকা মেজাজে বিশ্বকাপ উপভোগ করছেন ভারতীয় ক্রিকেটারেরা।

Advertisement

সুপার এইট পর্বে ভারতের প্রথম ম্যাচ ব্রিজটাউনে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। রোহিত শর্মাদের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচ নর্থ সাউন্ডে ২২ জুন রাত ৮টায়। তৃতীয় ম্যাচ ২৪ জুন গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচও শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement