T20 World Cup 2024

জামার পিছনে নেই নাম, সংখ্যা! বিশ্বকাপে এক জন ক্রিকেটারই এমন জার্সি পরে খেলছেন, কেন?

নিউ জ়িল্যান্ডের হয়ে দীর্ঘ দিন খেলার পর এখন আমেরিকার ক্রিকেটার। বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে ম্যাচে আমেরিকার হয়ে অভিষেক হয়েছে। কিন্তু জার্সির পিছনে নাম বা সংখ্যা দেখতে পাওয়া যায়নি। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ১৭:৫২
Share:

সতীর্থদের সঙ্গে উল্লাস কোরির (বাঁ দিকে)। ছবি: রয়টার্স।

নিউ জ়িল্যান্ডের হয়ে দীর্ঘ দিন খেলেছেন। এখন তিনি আমেরিকার ক্রিকেটার। বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে ম্যাচে আমেরিকার হয়ে অভিষেক হয়েছে কোরি অ্যান্ডারসনের। কিন্তু তাঁর জার্সির পিছনে কোনও নাম বা সংখ্যা দেখতে পাওয়া যায়নি।

Advertisement

অনেকেই মনে করেছেন আইসিসি-র নিয়মের কারণে হয়তো এমন কাজ করতে হয়েছে। তবে তা নয়। দলের তরফে খামতির জন্যই এমন জার্সি পরে নেমেছিলেন কোরি।

দলের এক সূত্র সংবাদমাধ্যমে বলেছেন, “ওকে এমন জার্সি দেওয়া হয়েছিল যেটা ওর গায়ে হচ্ছিল না। ম্যাচের আগে পর্যন্ত সঠিক মাপের জার্সি দেওয়া যায়নি। ফলে অন্য একটি জার্সি পরেই ম্যাচে নামতে হয়েছে ওকে। তাই পিছনে নাম বা সংখ্যা ছিল না।”

Advertisement

শোনা গিয়েছে, নাম, সংখ্যাহীন যে জার্সি পরে নেমেছিলেন কোরি, সেটিও কিছুটা ছোটই ছিল। তবে অস্বস্তি সত্ত্বেও কোরির বোলিং দেখে তা বোঝা যায়নি। মাঠে তাঁর পারফরম্যান্স ছাপ ফেলেছে। তিন ওভার বল করেন তিনি। ২৯ রানে একটি উইকেট নেন।

কানাডার বিরুদ্ধে আমেরিকাকে জিতিয়েছেন ব্যাটারেরা। অ্যারন জোন্স এবং আন্দ্রিয়েস গৌসের জুটি আমেরিকাকে জিতিয়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement