তখন খেলছেন কোহলি এবং রোহিত। ছবি: পিটিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান জিতেই শুরু করল ভারত। বুধবার তারা আয়ারল্যান্ডকে হারিয়ে দিল আট উইকেটে। রোহিত শর্মা অর্ধশতরান করলেন। ভাল বল করলেন হার্দিক পাণ্ড্য। আশার মধ্যেও দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিছু জিনিস চিন্তায় রাখবে ভারতকে। বিশেষত যেখানে পরের ম্যাচে সামনে পাকিস্তান। সেই সমস্যাগুলি কী কী?
ওয়াইডের সংখ্যা
আয়ারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত ১৫ রান দিয়েছে ভারত। তার মধ্যে ৯টি ওয়াইড করেছে তারা। আরশদীপ সিংহ একাই দিয়েছেন পাঁচটি ওয়াইড। একটি নো বলও করেছেন। টি-টোয়েন্টি ম্যাচে এ রকম বোলিং ভারতের বিপক্ষে যেতে পারে। এখানে একটা দুটো অতিরিক্ত রানই তফাত গড়ে দিতে পারে। এ দিন আরশদীপের বলের নিয়ন্ত্রণ ছিল না। দু’টি উইকেট পেলেও চার ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনিই। পাকিস্তান ম্যাচে আরশদীপকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের বল।
কোহলির ব্যাটিং
আইপিএলে ভাল ফর্মে থাকলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র এক রান করলেন কোহলি। পাঁচটি বল খেলেছেন। চারটি বলে ধৈর্য দেখালেও পঞ্চম বলে পুল করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে ডিপ থার্ড ম্যানে উঠে যায়। ক্যাচ ধরেন বেন হোয়াইট। কোহলি বাকিদের মতো অত অনুশীলন করেননি। আমেরিকায় এসেছেন দেরিতে। সেটাই কি কাল হল? পাকিস্তান ম্যাচে ফর্মে থাকতেই হবে কোহলিকে।
ফিল্ডিং খারাপ
রবীন্দ্র জাডেজা একটি ক্যাচ ছেড়েছেন। যদিও সেটি বেশ কঠিন ছিল। তবু ক্রিকেটবিশ্বের তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং আশানুরূপ হয়নি। সপ্তম ওভারের দ্বিতীয় বলে একটি রান আউটের সুযোগ হাতছাড়া হয়। বোলারের দিকে সরাসরি উইকেটে মারতে পারলে রান আউট হত। আর একটি হয় দশম ওভারের তৃতীয় বলে। এ ক্ষেত্রে সিরাজ বোলারের দিকে স্টাম্পে ছিলেন। রোহিত সরাসরি উইকেটে থ্রো করলেও লাগাতে পারেননি।