T20 World Cup 2024

আফগানদের বিরুদ্ধে ভারতের তাস ‘রহস্যময়’ স্পিনার, কেকেআরের রিঙ্কুর দিকে নজর রোহিতদের

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ৮-এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে আফগানিস্তান। সেই ম্যাচের জন্য কেকেআরের ক্রিকেটারকে কি তৈরি করছেন রোহিত শর্মারা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ২৩:১১
Share:

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

স্পিনের বিরুদ্ধে অস্ত্র স্পিন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ৮-এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে আফগানিস্তান। প্রতিপক্ষ দলের প্রধান অস্ত্র তাদের স্পিন আক্রমণ। সেই কারণেই কি ‘রহস্যময়’ স্পিনারকে তৈরি করছে ভারত? কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারের দিকে কি নজর দিয়েছেন রোহিত শর্মারা?

Advertisement

বার্বাডোজ়ে পৌঁছে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অনুশীলনের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছে ক্রিকেট বোর্ড। সেখানে ১৫ জনের দলে থাকা ক্রিকেটারদের পাশাপাশি দেখা যাচ্ছে রিঙ্কু সিংহকে। ডান হাতে স্পিন করছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বল করেন রিঙ্কু। তিনি বিশ্বকাপের রিজ়ার্ভ দলে রয়েছেন। তা হলে কি সুপার ৮-এর আগে দলে নেওয়া হবে তাঁকে? জল্পনা শুরু হয়েছে।

সুপার ৮-এ নামার আগে অনুশীলনে চোট পেয়েছেন সূর্যকুমার যাদব। যদিও তাঁর চোট খুব একটা গুরুতর নয় বলে খবর। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। আফগানিস্তান এ বার বিশ্বকাপে ভাল খেললেও রশিদ খান, মহম্মদ নবি, নুর আহমেদদের সামনে ভারতীয় ক্রিকেটারদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, আইপিএলে এই বোলারদের বিরুদ্ধে খেলেন বিরাট কোহলিরা। তাই আফগান স্পিনারদের শক্তি-দুর্বলতা জানেন তাঁরা।

Advertisement

সুপার ৮-এ পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে ভারতকে। প্রথম ম্যাচ ২০ জুন। প্রতিপক্ষ আফগানিস্তান। এর পর রয়েছে বাংলাদেশ (২২ জুন), অস্ট্রেলিয়া (২৪ জুন) ম্যাচ। ঠাসা সূচিতে খানিক বিরক্ত ভারত অধিনায়ক। রোহিত বলেছেন, ‘‘প্রথম ম্যাচ খেলার তিন-চার দিনের মধ্যে বাকি ম্যাচগুলো খেলতে হবে। সূচিটা একটু চাপের।’’ তবে এর জন্য বিশাল কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন তিনি। কারণ তার পরেই বলেছেন, ‘‘তবে আমরা এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত। খেলার মাঝে আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়। তাই এটা আমাদের জন্য কোনও অজুহাত হতে পারে না।’’

গ্রুপ পর্বে অপরাজিত ভারতীয় দল আত্মবিশ্বাসী। অধিনায়কের কথায় ভারতীয় দলের আত্মবিশ্বাস এবং দৃঢ় মানসিকতার ছবি ধরা পড়েছে। রোহিত বলেছেন, ‘‘দলের সকলে বিশেষ কিছু একটা করতে আগ্রহী। সকলেই একটা পার্থক্য তৈরি করতে চাইছে। আমরা সে জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুশীলন করছি। দক্ষতার জায়গাগুলো আরও মজবুত করার চেষ্টা করছি। সুপার ৮-এর প্রথম ম্যাচের আগের সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement