ICC T20 World Cup 2024

বেশি ভাবলে বিপদ, চাপ কমানোর দিকে নজর অধিনায়কের

বুধবার গায়ানায় সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, তাঁরা এই ম্যাচকে নিয়ে অতিরিক্ত ভাবনা-চিন্তা করতে চান না। আর পাঁচটা ম্যাচের মতোই দেখতে চান এই সেমিফাইনাল দ্বৈরথকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:৫৫
Share:

রাহুল দ্রাবিড়ের সঙ্গে অধিনায়ক রোহিত। ছবি: আইসিসি।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে একটা ব্যাপারের উপরে জোর দিতে চান রোহিত শর্মা। কোনও ভাবেই যেন চাপে পড়ে না যায় তাঁর দল।

Advertisement

বুধবার গায়ানায় সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, তাঁরা এই ম্যাচকে নিয়ে অতিরিক্ত ভাবনা-চিন্তা করতে চান না। আর পাঁচটা ম্যাচের মতোই দেখতে চান এই সেমিফাইনাল দ্বৈরথকে। রোহিতের কথায়, ‘‘সবাই জানে, আমরা সেমিফাইনাল খেলতে নামছি। এটা একটা নক আউট ম্যাচ। কিন্তু এই নিয়ে বেশি ভাবনাচিন্তা করা ঠিক নয়। তা হলে সমস্যা দেখা দিতে পারে। মানসিক ভাবে ছেলেরা খুব ভাল জায়গাতেই আছে।’’

দু’বছর আগে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জশ বাটলারদের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। আবার সেই ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোহিত বলেছেন, ‘‘দু’বছরের মধ্যে কিছুই বদলায়নি। আমরা খোলা মনে ক্রিকেটটা খেলে এসেছি। সে ভাবেই খেলে যাব।’’

Advertisement

রোহিত জানিয়েছেন, সবাই জানে মাঠে নেমে কী করতে হবে। অধিনায়কের কথায়, ‘‘আমরা বুদ্ধি দিয়ে ক্রিকেটটা খেলতে চাই। সবাই জানে জিততে গেলে কী করতে হবে। আমি নিজের জন্য পরিকল্পনা খুব সহজ রেখেছি। বাকিদের জন্যও তাই।’’ তবে রোহিত পরিবেশ-পরিস্থিতির উপরে গুরুত্ব দিয়েছেন। বলেছেন, ‘‘অনেক কিছুই পরিবেশের উপরে নির্ভর করে। এই বিশ্বকাপে পরিবেশ এবং পরিস্থিতি সব দলকেই পরীক্ষার মুখে ফেলেছে।’’ এখানকার মেঘলা আকাশ নিয়ে রোহিত বলেছেন, ‘‘প্রকৃতির উপরে কারও হাত নেই। কী হবে, আমরা জানি না। একটা ব্যাপার নিয়েই আমি চিন্তিত। আমাদের পরের দিন চার্টার্ড ফ্লাইট নেওয়ার কথা। ম্যাচ অনেক সময় ধরে চললে সেটা না ফস্কে যায়!’’

প্রভিডেন্স স্টেডিয়ামের পিচে বল ঘুরতে পারে বলে জানা গিয়েছে। ভারত তিন স্পিনারে খেলে চলেছে। সংখ্যাটা কি বাড়তে পারে? দল নিয়ে খোলাখুলি কিছু বলেননি রোহিত। তাঁর মন্তব্য, ‘‘আগে আমরা পিচ আর পরিবেশ দেখি। তার পরে চূড়ান্ত এগারো নিয়ে সিদ্ধান্ত নেব।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত আছে ভারত। রোহিতের মন্তব্য, ‘‘আমরা দল হিসেবে খেলছি। একে অন্যের সঙ্গটা উপভোগ করছি। সবাই সবার সাফল্য উপভোগ করছি। এই ভাবেই দল হিসেবে আমরা এগিয়ে যেতে চাই।’’

অধিনায়ক হিসেবে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে রোহিত বলেছেন, ‘‘আমি সব সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাই। মাঠে নেমে মাথা গরম করতে চাই না। এই রাস্তা ধরেই এত বছর চলেছি আমি। এখনও সে ভাবেই চলতে চাই।’’ তবে রোহিত স্বীকার করেছেন, মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়, যখন মাথা ঠান্ডা রাখা কঠিন হয়ে পড়ে।

ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ড অধিনায়ক বাটলার। দু’বছর আগের অ্যাডিলেড ম্যাচের স্মৃতি তিনি ভুলতে পারেননি। তবে বাটলার জানিয়েছেন, এই ভারত অনেক বেশি আগ্রাসী ক্রিকেট খেলছে। ইংল্যান্ডের প্রচারমাধ্যমে বাটলার বলেছেন, ‘‘আগের বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে ভারতীয় দলের মানসিকতা বদলে গিয়েছে। ওরা আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলছে। আমাদের সতর্ক থাকতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement