টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএলে নজর কাড়ায় অনেকে ভেবেছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন রিয়ান পরাগ। কিন্তু জায়গা পাননি তিনি। সেই কারণেই কি হতাশ পরাগ? ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, বিশ্বকাপ দেখবেন না তিনি।
সমাজমাধ্যমে একটি ভিডিয়োতে পরাগকে প্রশ্ন করা হয়েছিল, কোন চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে? জবাবে তিনি বলেন, “আমি জবাব দিলে সেটা পক্ষপাতদুষ্ট হবে। সত্যি বলতে, আমি এ বার বিশ্বকাপ দেখবই না। আমি খালি সব শেষে দেখব যে কোন দল বিশ্বকাপ জিতছে। আমি যখন বিশ্বকাপ খেলব, তখন ভাবব, সেমিফাইনালে কোন চার দল উঠবে। তার আগে নয়।”
পরাগের কথা থেকে স্পষ্ট, আইপিএলে ভাল খেলায় তিনি ভেবেছিলেন ভারতীয় দলে জায়গা পাবেন। কিন্তু পাননি। সেই কারণেই হতাশ হয়েছেন তিনি। কিছুটা অভিমানও হয়েছে রাজস্থান রয়্যালসের ব্যাটারের। সেই কারণেই হয়তো বিশ্বকাপ দেখবেন না বলে জানিয়েছেন তিনি।
এ বারের আইপিএলে রাজস্থানের হয়ে চার নম্বরে ধারাবাহিকতা দেখিয়েছেন পরাগ। ১৬টি ম্যাচে ৫৭৩ রান করেছেন তিনি। ৫২.০৯ গড় ও ১৪৯.২১ স্ট্রাইক রেটে রান করেছেন। চারটি শতরান করেছেন পরাগ। আইপিএলের কমলা টুপির তালিকায় তিন নম্বরে থেকেও জাতীয় দলে জায়গা পাননি পরাগ। সেই কারণেই কি অভিমান ঝরে পড়ল পরাগের গলায়!