India vs USA

আমেরিকাকে হারিয়ে কোন পথে বিশ্বকাপের সুপার এইটে ভারত?

আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচে জিতলে সুপার এইটে যাওয়া পাকা হয়ে যাবে রোহিত শর্মাদের। আমেরিকা জিতলে বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে পাকিস্তানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ১৯:৩৩
Share:

কোহলিকে আউট করার মুহূর্তে সৌরভ। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২৩:৩৫ key status

জিতল ভারত

আমেরিকাকে হারিয়ে সহজেই বিশ্বকাপের সুপার এইটে উঠে গেলেন রোহিতেরা।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২৩:১৭ key status

ভারত ১৫ ওভারে ৭৬-৩

ক্রিজে সূর্য ২৯ এবং শিবম ২৩ রানে। জয়ের দিকে এগিয়ে চলেছে ভারত।

Advertisement
শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২২:৪৯ key status

ভারত ১০ ওভারে ৪৭-৩

রানের গতি কিছুটা কমেছে। সূর্যের সঙ্গে খেলতে নেমেছেন শিবম দুবে।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২২:৩৬ key status

আউট পন্থ

আলি খানের বল পিচে পড়ে নিচু হয়ে গেল। বুঝতে না পেরে বোল্ড পন্থ।

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২২:২৯ key status

ভারত ৬ ওভারে ৩৩-২

ক্রিজে পন্থ ১৫ এবং সূর্য ১৩ রানে।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২২:০৮ key status

আউট রোহিত

দ্বিতীয় উইকেট হারাল ভারত। সৌরভের বল লেগ সাইডে খেলতে গিয়েছিলেন রোহিত। ব্যাটের কানায় লেগে হরমিতের হাতে ক্যাচ দিলেন।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২১:৫৮ key status

আউট কোহলি

সৌরভ নেত্রাভলকরের বলে আউট বিরাট কোহলি। প্রথম বলেই আউট হলেন তিনি। বাঁহাতি পেসারের করা বাইরের বলে ব্যাট ছুঁইয়ে আউট কোহলি। 

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২১:৪৩ key status

আমেরিকা ১১০-৮

শেষ বলে জসদীপকে রান আউট করলেন সিরাজ। ১১০-৮ স্কোরে থামল আমেরিকা। সুপার এইটে উঠতে ভারতের চাই ১১১ রান।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২১:৩০ key status

আউট হরমিত

আগের বলে তাঁর ক্যাচ ফেলেছিলেন সিরাজ। পরের বলে আবার খোঁচা। এ বার ভুল করলেন না পন্থ। 

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২১:২৬ key status

আউট অ্যান্ডারসন

হার্দিকের বলে তুলে মারতে গিয়েছিলেন অ্যান্ডারসন। ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া ক্যাচ অনেকটা দৌড়ে এসে ধরলেন ঋষভ।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২১:২৪ key status

আমেরিকা ১৬ ওভারে ৯৫-৫

ক্রিজে অ্যান্ডারসন ১৫ এবং হরমিত ৯ রানে।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২১:১৩ key status

সিরাজের ভাল ক্যাচ

ভাল খেলা নীতীশ কুমার ফিরলেন সিরাজের দুরন্ত ক্যাচে। আরশদীপের বলে পুল করেছিলেন। বাউন্ডারির ধার থেকে দুরন্ত ক্যাচ সিরাজের।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২১:০৯ key status

আমেরিকা ১৪ ওভারে ৮০-৪

রানের গতি কিছুটা বাড়ল আমেরিকার। নীতীশ কুমার (২৭) এবং কোরি অ্যান্ডারসন (১০) রয়েছেন ক্রিজে।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:৫৯ key status

টেলর আউট

অক্ষরকে ছয় মারার পরের বলেই আউট টেলর। ফ্রন্টফুটে খেলা শট তাঁর পায়ে লেগে উইকেটে লাগল। ২৪ রানে আউট হলেন তিনি।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:৫২ key status

আমেরিকা ১০ ওভারে ৪২-৩

টেলর ১৪ এবং নীতীশ ৯ রানে ক্রিজ়ে।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:৩৮ key status

জোন্স আউট

হার্দিকের বাউন্স বল পুল করতে গিয়েছিলেন জোন্স। ডিপ ফাইন লেগে ক্যাচ নিলেন মহম্মদ সিরাজ। সেরা ব্যাটারকে হারাল আমেরিকা।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:২৫ key status

আমেরিকা ৫ ওভারে ১৭-২

ক্রিজে জোন্স ১০ এবং টেলর ৪ রানে।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:১৬ key status

আমেরিকা ৩ ওভারে ৮-২

ক্রিজে টেলর ৩ এবং জোন্স ২ রানে।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:০৮ key status

আউট গৌস

আরশদীপের বলে হালকা বাউন্স ছিল। পুল করতে গিয়ে গৌসের ব্যাটের কানায় লেগে উঠে গিয়েছিল বল। হার্দিক সহজ ক্যাচ নিলেন।

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:০৪ key status

উইকেট আরশদীপের

প্রথম বলেই উইকেট নিলেন আরশদীপ। আমেরিকার ওপেনার এলবিডব্লিউ হলেন। বলের লাইন বুঝতে পারলেন না সায়ন জাহাঙ্গীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement