কোহলিকে আউট করার মুহূর্তে সৌরভ। ছবি: পিটিআই।
আমেরিকাকে হারিয়ে সহজেই বিশ্বকাপের সুপার এইটে উঠে গেলেন রোহিতেরা।
ক্রিজে সূর্য ২৯ এবং শিবম ২৩ রানে। জয়ের দিকে এগিয়ে চলেছে ভারত।
রানের গতি কিছুটা কমেছে। সূর্যের সঙ্গে খেলতে নেমেছেন শিবম দুবে।
আলি খানের বল পিচে পড়ে নিচু হয়ে গেল। বুঝতে না পেরে বোল্ড পন্থ।
দ্বিতীয় উইকেট হারাল ভারত। সৌরভের বল লেগ সাইডে খেলতে গিয়েছিলেন রোহিত। ব্যাটের কানায় লেগে হরমিতের হাতে ক্যাচ দিলেন।
সৌরভ নেত্রাভলকরের বলে আউট বিরাট কোহলি। প্রথম বলেই আউট হলেন তিনি। বাঁহাতি পেসারের করা বাইরের বলে ব্যাট ছুঁইয়ে আউট কোহলি।
শেষ বলে জসদীপকে রান আউট করলেন সিরাজ। ১১০-৮ স্কোরে থামল আমেরিকা। সুপার এইটে উঠতে ভারতের চাই ১১১ রান।
আগের বলে তাঁর ক্যাচ ফেলেছিলেন সিরাজ। পরের বলে আবার খোঁচা। এ বার ভুল করলেন না পন্থ।
হার্দিকের বলে তুলে মারতে গিয়েছিলেন অ্যান্ডারসন। ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া ক্যাচ অনেকটা দৌড়ে এসে ধরলেন ঋষভ।
ভাল খেলা নীতীশ কুমার ফিরলেন সিরাজের দুরন্ত ক্যাচে। আরশদীপের বলে পুল করেছিলেন। বাউন্ডারির ধার থেকে দুরন্ত ক্যাচ সিরাজের।
রানের গতি কিছুটা বাড়ল আমেরিকার। নীতীশ কুমার (২৭) এবং কোরি অ্যান্ডারসন (১০) রয়েছেন ক্রিজে।
অক্ষরকে ছয় মারার পরের বলেই আউট টেলর। ফ্রন্টফুটে খেলা শট তাঁর পায়ে লেগে উইকেটে লাগল। ২৪ রানে আউট হলেন তিনি।
হার্দিকের বাউন্স বল পুল করতে গিয়েছিলেন জোন্স। ডিপ ফাইন লেগে ক্যাচ নিলেন মহম্মদ সিরাজ। সেরা ব্যাটারকে হারাল আমেরিকা।
আরশদীপের বলে হালকা বাউন্স ছিল। পুল করতে গিয়ে গৌসের ব্যাটের কানায় লেগে উঠে গিয়েছিল বল। হার্দিক সহজ ক্যাচ নিলেন।