রোহিত শর্মা। —ফাইল চিত্র।
হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত। অল্প রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে ৬ রানে হারাল তারা।
হার্দিক উইকেট তুললেন। শাদাব খানকে আউট করলেন তিনি। ৮৮ রানে পঞ্চম উইকেট হারাল পাকিস্তান।
বুমরার বলে বোল্ড রিজ়ওয়ান। আড়াআড়ি শট খেলতে গিয়ে উইকেট দিলেন তিনি। পাকিস্তানকে চাপে ফেলার চেষ্টায় ভারত।
এ বার আউট ফখর জমান। উল্টো দিকে দৌড়ে শরীর ছুড়ে ক্যাচ নিলেন ঋষভ পন্থ। ফখরও করলেন ১৩ রান। পাকিস্তানের তিন ব্যাটারই ১৩ রান করে আউট হলেন।
১৩ রান করে ফিরলেন উসমানও। এ বার উইকেট নিলেন অক্ষর। ৫৭ রান তুলেছে পাকিস্তান।
বুমরার বলে রিজ়ওয়ানের ক্যাচ ফেললেন শিবম দুবে। সহজ ক্যাচ ফেলে দিলেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার সহজ ক্যাচ ফেলে দিলেন শিবম। বড় ম্যাচে এমন ভুলের খেসারত দিতে হতে পারে দলকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ইনিংস শেষ ১১৯ রানে। ঋষভ পন্থ ছাড়া আর কোনও ব্যাটার রান করতে পারেননি। পাকিস্তানের পেসারদের দাপট দেখা গেল। ৯ উইকেট নিলেন তাঁরাই। একটি রান আউট। তিনটি করে উইকেট নিলেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। ২ উইকেট মহম্মদ আমিরের।
শেষ ভরসা হার্দিকও আউট। ১২ বলে ৭ রান করলেন তিনি। প্রথম ৭ বলে কোনও রান করতে পারেননি। পন্থ ছাড়া কোনও ব্যাটারই করতে পারেননি।
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। বড় রান তোলার স্বপ্ন শেষ হচ্ছে ধীরে ধীরে। পন্থ যে ভরসাটা দিয়েছিলেন সেটা অন্য কোনও ব্যাটার দিতে পারলেন না। তিনি ফিরলেন ৪২ রান করে। জাডেজা কোনও রান না করেই আউট হলেন। ৯৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে ভারত।
পঞ্চম উইকেট হারাল ভারত। ৯ বলে ৩ রান করে আউট শিবম। বল নষ্ট করলেন ভারতীয় অলরাউন্ডার। তাঁকে দলে নেওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। বড় ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না শিবম।
এ বার আউট সূর্যকুমার। পাক পেসার হ্যারিস রউফের বলে আউট হলেন তিনি। ক্যাচ দিলেন মহম্মদ আমিরের হাতে। বলের গতি বুঝতে পারেননি। আগে ব্যাট চালিয়ে উইকেট দিলেন পন্থ।
শুরুতেই বিরাট এবং রোহিতের উইকেট হারিয়ে চাপ তৈরি হয়েছিল ভারতের উপর। পন্থ ভরসা দিচ্ছেন দলকে। ৩৪ রান করে ফেলেছেন তিনি। দ্রুত রান করছেন পন্থ।
নাসিম শাহের বলে বোল্ড হলেন অক্ষর পটেল। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু ২০ রানের বেশি করতে পারলেন না।
প্রথম ৬ ওভারে ৫০ রান তুলল ভারত। পন্থ একাধিক বার সুযোগ দিলেন পাকিস্তানকে। কিন্তু তাঁর ক্যাচ ধরতে পারেননি পাকিস্তানের ফিল্ডারের। স্বস্তিতে ভারতীয় সমর্থকেরা।
৪ ওভারে ২৪ রান তুলল ভারত। আউট হয়েছেন বিরাট এবং রোহিত। ক্রিজ়ে ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। পাক পেসারদের সুইং সামলাতে হচ্ছে তাঁদের।
পিচে বল থমকে আসছে। বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন রোহিত। লেগ সাইডে প্রথম ওভারে ছক্কা মেরেছিলেন শাহিনকে। তাঁর বলেই আউট হলেন রোহিত। সেই লেগ সাইডেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। ১৯ রানে ২ উইকেট হারাল ভারত।
বৃষ্টির পর খেলা শুরু হতেই আউট হয়ে গেলেন বিরাট। নাসিমের প্রথম বলে চার মেরেছিলেন তিনি। কিন্তু ওই ওভারেই বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দিলেন বিরাট। মাত্র ৪ রান করে আউট তিনি। বলের গতি বুঝতে পারেননি বিরাট। আগেই ব্যাট চালিয়ে ফেললেন। তাতেই উইকেট খোয়াতে হল।
বৃষ্টি থেমেছে। ভারতীয় সময়ে রাত ৯.৩০ থেকে খেলা শুরু হতে পারে। ওভার কমানো হয়নি। পুরো ২০ ওভার করেই খেলবে দুই দল।