রোহিত শর্মার ভারতীয় দল। ছবি: এক্স।
বুধবার শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলতে হবে তাদের। সেই ম্যাচে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে সুপার এইটের যোগ্যতা অর্জন করবে তারা। তবে আইসিসি-র নিয়ম অনুযায়ী, গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করলেও প্রথম হবে ভারত। অর্থাৎ, পরের রাউন্ডে যাবে এ১ দল হিসাবেই।
ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, আমেরিকা, কানাডা। বাকি কোনও দল যদি প্রথম স্থানে শেষ করে, তা হলেও পরের রাউন্ডে যাবে এ২ হিসাবে। সেই মতোই সুপার এইটে তাঁদের সূচি পড়বে।
আসলে, বিশ্বকাপে ভারত বাছাই দল। সুপার এইটের গ্রুপগুলি এমন ভাবে করা হয়েছে যাতে বাছাই দলগুলির মধ্যে সামঞ্জস্য থাকে। ভারত যদি পরের রাউন্ডে যায়, তা হলে তারা গ্রুপ ১-এ পড়বে। যদি বাছাই করা দলগুলির সবাই সুপার এইটে যায়, তা হলে ভারতকে অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে।
এ ছাড়া, ভারতই একমাত্র দল যারা সেমিফাইনালে উঠলে কোন মাঠে খেলবে তা ঠিক হয়ে রয়েছে। ভারত দ্বিতীয় সেমিফাইনালে খেলবে গায়ানাতে। তবে প্রতিপক্ষ ঠিক হবে সুপার এইটের ফলের বিচারে। একমাত্র ভারতের সেমিফাইনালেই কোনও রিজ়ার্ভ ডে থাকবে না।