T20 World Cup 2024

বাংলাদেশ শিবিরে অশান্তি! ভারতের কাছে হারতেই কোচ, অধিনায়ককে কাঠগড়ায় তুললেন শাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তার পরেই দলের অধিনায়ক ও কোচকে নিশানা করেছেন শাকিব আল হাসান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২৪ ২১:২৪
Share:

ভারত-বাংলাদেশ ম্যাচে সতীর্থের পাশে শাকিব আল হাসান (ডান দিকে)। ছবি: পিটিআই।

বিশ্বকাপ চলাকালীন অশান্তির খবর বাংলাদেশ শিবিরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তার পরেই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চণ্ডিকা হাথুরুসিঙ্ঘেকে নিশানা করেছেন শাকিব আল হাসান।

Advertisement

ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। সেই সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন শাকিব। একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেন, “ব্যক্তিগত ভাবে আমি মনে করি, ওয়েস্ট ইন্ডিজ়ের মাঝে দু’একটা ম্যাচ বাদ দিয়ে যারা প্রথমে ব্যাট করেছে তারা সফল হয়েছে। সেই পরিসংখ্যানের দিকে নজর রাখলে টস জিতে প্রথমে ব্যাট করা উচিত ছিল। কিন্তু অধিনায়ক ও কোচের চিন্তা-ভাবনা হয়তো অন্য রকম ছিল।”

টস জিতে শান্ত বলেছিলেন, ভারতকে ১৬০ রানের মধ্যে আটকে রাখতে চান তাঁরা। দলের এই পরিকল্পনায় ভুল ছিল বলে জানিয়েছেন শাকিব। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম ভারতকে একটা ভদ্রস্থ রানের মধ্যে আটকে তার পরে সেই অনুযায়ী রান তাড়া করব। সেই কারণেই হয়তো প্রথমে বল নিয়েছিলাম। কিন্তু সেটা ঠিক হয়নি।”

Advertisement

শাকিব নিজেও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তিনি তো গিয়ে শান্ত বা কোচকে নিজের মত জানাতে পারতেন। তা হলে কি বাংলাদেশের সাজঘরের অন্দরের ছবিটা ভাল নয়? তেমনটা অবশ্য মনে করেন না শাকিব। তিনি বলেন, “দলে কোনও সমস্যা নেই। এটা অধিনায়কের সিদ্ধান্ত। যদি আমরা জিততাম, তা হলে সেই সিদ্ধান্তের প্রশংসা হত। হেরেছি বলে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। এটাই স্বাভাবিক। আমার তো সেটাই মনে হয়।”

গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দল বার বার বিতর্কে জড়িয়েছে। আর তাতে ধারাবাহিক ভাবে এসেছে শাকিবের নাম। আরও এক বার বিতর্কে জড়িয়ে গেলেন তিনি। বিশ্বকাপের মাঝেই কোচ ও অধিনায়ককে কাঠগড়ায় তুললেন বাংলাদেশের অলরাউন্ডার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement