হার্দিক পাণ্ড্য (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ভারত ও অস্ট্রেলিয়া দু’দলেরই এখনও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ২০৬ রানের লক্ষ্য দিয়েছে ভারত। কত ওভারে ম্যাচ জিততে পারলে ভারতকে টপকে যাবে অস্ট্রেলিয়া?
এখন দু’ম্যাচ থেলে ভারতের পয়েন্ট ৪। তাদের নেট রানরেট ২.৪২৫। অস্ট্রেলিয়ার পয়েন্ট দু’ম্যাচে ২। তাদের নেট রানরেট ০.২২৩। অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হারে তা হলে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাবে ভারত। কিন্তু ভারত যদি হারে তা হলে তিন ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে আসবে নেট রানরেটের গল্প।
অস্ট্রেলিয়া যদি ১৫.৩ ওভারে ভারতকে হারাতে পারে তা হলে তাদের নেট রানরেট হবে ১.০০। অন্য দিকে ভারতের নেট রানরেট হবে ০.৯০০। অর্থাৎ, সে ক্ষেত্রে ভারতের থেকে বেশি নেট রানরেট হবে অস্ট্রেলিয়ার। তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। অন্য দিকে ভারতের ভাগ্য ঝুলে থাকবে। তাদের তখন নজর রাখতে হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের দিকে। আফগানিস্তান হারলে বা অল্প ব্যবধানে জিতলে ভারতের সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার।
অস্ট্রেলিয়া যদি এই ম্যাচে ভারতকে হারায়, কিন্তু ১৫.৩ ওভারে জিততে না পারে তা হলে দু’দলের ৪ পয়েন্ট হলেও সে ক্ষেত্রে ভারতের নেট রানরেট অস্ট্রেলিয়ার থেকে বেশি হবে। সে ক্ষেত্রে হারলেও সেমিফাইনালে উঠে যাবে ভারত। অস্ট্রেলিয়াকে তখন নজর রাখতে হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের দিকে। আফগানিস্তান হারলে বা অল্প ব্যবধানে জিতলে তাদের সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার।