ফাইল ছবি।
তর সইছে না। ২৪ অক্টোবরের অপেক্ষায় দিন গুনছেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওই দিন ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। দুই দলেরই বিশ্বকাপে সেটিই প্রথম ম্যাচ।
পাকিস্তান অধিনায়ক বাবর ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন। বিরাট কোহলীদের সাবধান করে দিয়ে তাঁর বক্তব্য, ওই ম্যাচে তাঁরাই জিতবেন। যেহেতু সংযুক্ত আরব আমিরশাহিতে এ বারের বিশ্বকাপ হচ্ছে, তাই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে নিজেদের এগিয়ে রাখলেন বাবর।
তিনি বলেন, ‘‘গত তিন-চার বছর ধরে আমরা আমিরশাহিতে খেলে আসছি। ওখানকার পরিবেশ আমাদের থেকে ভাল কেউ জানে না। উইকেট কী রকম হবে, সেটা আমাদের ব্যাটাররা খুব ভাল করে জানে। ফলে মানিয়ে নিতে সমস্যা হবে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, এখনই বলে দিতে পারি, আমরাই জিতব।’’
একদিনের ক্রিকেটই হোক, বা টি-টোয়েন্টি, বিশ্বকাপে এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু ও সব নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। তাঁর মতে, ওটা অতীত। বলেন, ‘‘প্রত্যেক ম্যাচের চাপ কতটা, আমরা জানি। বিশেষ করে প্রথম ম্যাচটা। আশা করব ওই ম্যাচ আমরাই জিতব। আর ভারতকে হারিয়ে যদি শুরু করতে পারি, তা হলে আমরা যে ছন্দ পেয়ে যাব, তারপর আমাদের হারানো কঠিন হবে। যেকোনও প্রতিযোগিতা শুরুর আগে দলের আত্মবিশ্বাস কতটা, তার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা আত্মবিশ্বাসের তুঙ্গে আছি। তাই অতীত নিয়ে ভাবছি না।’’
তিনিই যে ওপেন করবেন, সেটা জানিয়ে বাবর বলেন, ‘‘গোটা বিশ্বকাপেই আমি ওপেন করব। আমার সঙ্গে শুরুতে যাবে মহম্মদ রিজওয়ান। তবে দরকার পড়লে আমরা পরিকল্পনা বদলাতে পারি।’’