প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি অর্ধশতরান করার নজির গড়লেন বিরাট কোহলী। ফাইল চিত্র।
পাকিস্তানের কাছে রবিবার ১০ উইকেটে হেরে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। কিন্তু লজ্জার হারের ম্যাচেও বিরাট কোহলী তিনটি কীর্তি তৈরি করেছেন।
কোহলী ৪৯ বলে ৫৭ রান করেন। প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি অর্ধশতরান করার নজির গড়লেন তিনি। রবিবারের ম্যাচের আগে পর্যন্ত এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলের সঙ্গে ছিলেন ভারত অধিনায়ক। রবিবার অর্ধশতরান করে গেলকে টপকে গেলেন তিনি।
গ্রাফিক: সনৎ সিংহ।
ভারতের প্রথম অধিনায়ক হিসেবেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্ধশতরান করলেন কোহলী। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব ম্যাচে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর কোনও অর্ধশতরান নেই।
আইসিসি-র প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে মোট রানেও নজির গড়েছেন কোহলী। তিনিই প্রথম ব্যাটার হিসেবে আইসিসি-র প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ৫০০ রানের মাইলফলকে পৌঁছলেন। এ ক্ষেত্রে কোহলীর গড় ১০০-র উপর। একটি শতরান, চারটি অর্ধশতরান রয়েছে তাঁর।
গ্রাফিক: সনৎ সিংহ।
আইসিসি-র প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ৪০০ রানও কারও নেই। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা অনেক পিছনে রয়েছেন। তাঁর রান ৩২৮। এরপর ৩২১ রান করে তৃতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।