স্কুইড গেমসে মাতলেন ভারতীয় দলের ক্রিকেটাররা টুইটার
রবিবারই টি২০ বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামার আগে স্কুইড গেমে মেতে উঠলেন মহম্মদ শামি, রোহিত শর্মারা। আইসিসি-র পোস্ট করা ভিডিয়োতে খেলতে দেখা গিয়েছে কেএল রাহুল, সূর্যকুমার যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাকে।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ স্কুইড গেমসের আদলে এই খেলা হয়েছিল। অংশ নেওয়া সকলকে গোলাকার চাকতি দেওয়া হয়েছিল। সূচ দিয়ে সেই চাকতিকে একটি নির্দিষ্ট আকারে কাটতে বলা হয়েছিল। সকলেই ব্যর্থ হলেও সফল হন একমাত্র মহম্মদ শামি। ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে আইসিসি।
পোস্টে আইসিসি লিখেছে, ‘স্নায়ুর পরীক্ষায় ভারতীয় দলের ক্রিকেটাররা। পৃথিবীর অন্যতম বিখ্যাত ওয়েব সিরিজের আদলে এই খেলায় অংশ নিয়েছিলেন ওঁরা।’
মূল পর্বের ম্যাচের আগে ভারত দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে সেই দুটি প্রস্তুতি ম্যাচে হারিয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন বিরাটরা।