Sania Mirza

Sania Mirza: ভারত-পাকিস্তান ম্যাচের দিন কী করবেন সানিয়া? বিশেষ প্রস্তুতি সেরে ফেলেছেন শোয়েব-পত্নী

ভারত-পাকিস্তান ম্যাচের এখনও পাঁচ দিন বাকি। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন সানিয়া মির্জা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৬:২৯
Share:

প্রস্তুতি শুরু করে দিলেন সানিয়া মির্জা। —ফাইল চিত্র

আগামী রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। পাঁচ দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন সানিয়া মির্জা। প্রস্তুতি বা পরিকল্পনা একটাই। সেটা হল ওই দিন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেওয়া।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের এই টেনিস খেলোয়াড়। ‘বিষাক্ত’ নেটমাধ্যমের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সানিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন যুবরাজ সিংহ।

Advertisement

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, আমেরিকার পপ গায়িকা দোজা ক্যাটের ‘কিস মি মোর’ গানের সঙ্গে নাচছেন সানিয়া। কিছুক্ষণ পরে আর তাঁকে দেখা যাচ্ছে না। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘ভারত-পাকিস্তান ম্যাচের দিন বিষ থেকে বাঁচতে আমি নেট মাধ্যম থেকে দূরে সরে যাচ্ছি।’

সানিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে যুবরাজ বলেছেন, ‘‘ভাল ভাবনা।’’

Advertisement

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর থেকে ভারত-পাকিস্তান ম্যাচ হলেই সানিয়াকে নানা ট্রোলের শিকার হতে হয়েছে। শোয়েব এ বার বিশ্বকাপে পাকিস্তান দলে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement