বিরাট কোহলী টুইটার
বিরাট কোহলীর ভারতকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে ধরতে রাজি নন নাসের হুসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, ভারতীয় দলের কোনও বিকল্প পরিকল্পনা নেই। সেই কারণেই নক আউটে গেলে সমস্যায় পড়তে হবে বিরাটদের।
হুসেন বলেন, ‘‘ভারতীয় দল অবশ্যই টি২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তবে এটা খুব সহজ হবে না। টি২০ বিশ্বকাপে দুই দলের মধ্যে ব্যবধান খুব বেশি থাকে না। তিন বলে খেলা ঘুরে যেতে পারে। একজন ব্যাটার যদি ৭০ বা ৮০ রান করে দিতে পারে তা হলেই গোটা ব্যাপারটা বদলে যায়। যে কেউ নক আউট বিরাটদের হারিয়ে দিতে পারে।’’
২০১৯ বিশ্বকাপের উদাহরণ টেনে এনে হুসেন আরও বলেন, ‘‘২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিকল্প কোনও পরিকল্পনা দেখিনি। এটাই সমস্যায় ফেলবে ভারতকে। তবে খাতায় কলমে অনেকটাই এগিয়ে ভারত।’’
আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় বিরাটদের রেকর্ড যে ভাল নয়, তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন হুসেন। তিনি বলেন, ‘‘বেশ কিছু বছর ধরেই আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় ভারত জিততে পারেনি। এবারেও চাপে থাকবে ভারতীয় দল। সমর্থকদের প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে টি২০ বিশ্বকাপে খেলতে নামতে হবে বিরাট-রোহিতদের। ফলে ভুল করলেই সমস্যায় পড়তে হবে তাদের।’’