মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর পদে নিয়ে আসা হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। বুধবার এই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। বোর্ডের প্রস্তাব গ্রহণ করার জন্য ধোনিকে ধন্যবাদ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বোর্ডের পোস্ট করা একটি টুইটে সৌরভ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যেই ধোনিকে এই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই প্রতিযোগিতায় দলকে সাহায্য করার ব্যাপারে বোর্ডের প্রস্তাব গ্রহণ করার জন্য আমি ধোনিকে ধন্যবাদ জানাই’।
২০০৭-এ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে ধোনির নেতৃত্বেই জিতেছিল ভারত। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে তারা হারিয়েছিল চিরশত্রু পাকিস্তানকে। কিন্তু এরপরে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি ভারত। পাশাপাশি, আইসিসি-র কোনও ট্রফি এখনও পর্যন্ত জিততে পারেননি বিরাট কোহলী। তাঁকে সাহায্য করতে এবং ভারতকে ফের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর ভাবনা নিয়েই মেন্টর করা হয়েছে ধোনিকে।
আইপিএল খেলতে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন ধোনি। সেই প্রতিযোগিত শেষ হওয়ার পরেই সরাসরি যোগ দেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে।