মনোজ ও অনুষ্টুপের ব্যাটের দিকে তাকিয়ে বাংলা। ফাইল চিত্র
এমন পাহাড় সমান চাপ নিয়ে তো সোমবার সকালে মাঠে নামার কথা ছিল না। বরং অসমকে হারিয়ে একেবারে ফুরফুরে মেজাজে তামিলনাড়ুর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামার কথা ছিল। তবে সেটা হল কোথায়!
ম্যাচটা বঙ্গব্রিগেড অবশ্যই খেলতে নামবে। তবে একরাশ চাপ নিয়ে। কারণ, গত ম্যাচে অসমের কাছে ১৩ রানে হেরে যাওয়ায়, দীনেশ কার্তিকদের বিরুদ্ধে এই ম্যাচ কার্যত 'ডু অর ডাই'। যদিও অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের বিশ্বাস তাঁর দল বাইশগজের যুদ্ধে দাপট দেখিয়ে শুধু জিতবেই না, নক-আউটেও কোয়ালিফাই করবে।
বি-গ্রুপে ৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তামিলনাড়ু। সমান ম্যাচ খেলে বাংলার দখলে রয়েছে ১২ পয়েন্ট। ফলে এই ম্যাচে হার মানেই প্রতিযোগিতা থেকে বিদায়। ঈশান পোড়েলের নেতৃত্বে পেস বাহিনী ভাল পারফরম্যান্স করছে। ঈশান তো চলতি প্রতিযোগিতায় দারুণ ছন্দে রয়েছেন। চার ম্যাচে ইতিমধ্যেই তাঁর ঝুলিতে ১৩ উইকেট। স্পিনারাও সফল। তবে মনোজ তেওয়ারি সম্বলিত মিডল অর্ডার একেবারেই ফর্মে নেই। তাই দুই ওপেনার বিবেক সিংহ ও শ্রীবৎস গোস্বামী শুরুটা ভাল করলেও সমস্যা মিটছে না।
আরও পড়ুন: তবু ‘ওয়াশি’-কে নিয়ে আফশোস যাচ্ছে না সিনিয়র সুন্দরের
যদিও মরণ বাঁচন ম্যাচে কামব্যাকের ব্যাপারে আশাবাদী অনুষ্টুপ। বেশ ঝাঁঝালো মেজাজে বললেন, "চ্যাম্পিয়ন হতে গেলে বড় দলগুলোকে হারাতেই হবে। আর সেটা জিততে হলে আগ্রাসী মানসিকতা প্রয়োজন। সেই খুনে মানসিকতা তামিলনাড়ুর বিরুদ্ধে দেখাতেই হবে।" একইসঙ্গে জুড়ে দিলেন, "একটা ম্যাচ হারা মানেই আমরা বাজে দল এমনটা কিন্তু নয়। সবারই এক একটা দিন খারাপ যায়। তবে আমাদেরই ভুল শুধরে এগিয়ে যেতে হবে। আর সেটা সোমবার থেকেই ঘটবে।"
ফরম্যাট যাই হোক। বাংলা বনাম তামিলনাড়ু ম্যাচ মানেই বাইশগজে শুধু যুদ্ধ নয়। দুটো দলে একাধিক তারকার লড়াইও বটে। সোমবার সন্ধে ৭টা থেকে শুরু হতে চলা বঙ্গব্রিগেড নার্ভ বজায় রেখে জিততে পারে কিনা সেটাই দেখার।
সচিনের ১০ নম্বর জার্সি ছেড়ে নিজের ৫৪ নম্বর, শার্দুলই এখন মধ্যমণি