P V Sindhu

ক্যারোলিনা মারিনের কাছে হেরে সুইস ওপেন থেকে বিদার সিন্ধুর

এই নিয়ে তিনবার স্প্যানিশ তরুণীর কাছে তাঁকে হারতে হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ২২:২১
Share:

ক্যারোলিনা মারিনের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন সিন্ধু। ফাইল চিত্র

ফের একবার ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেলেন পিভি সিন্ধু। এ বার সুইস ওপেনে এই ঘটনা ঘটল। রবিবার মাত্র ৩৫ মিনিটে সোজা সেটে এমন চরম বিপর্যয়ের সাক্ষী থাকলেন সিন্ধু। খেলার ফলাফল ১২-২১, ৫-২১।

Advertisement

সুইস ওপেনের ফাইনালে এদিন দ্বিতীয় স্থানে থাকা মারিনের বিরুদ্ধে নেমেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু। তবে তাঁর এই ম্যাচ মোটেও সুখের হল না। এদিন যেন কোনও কিছুই সিন্ধুর পক্ষে ছিল না। তাই তো হেরে গেলেন। এই নিয়ে তিনবার স্প্যানিশ তরুণীর কাছে তাঁকে হারতে হল।

দীর্ঘ ১৮ মাস পরে ফাইনাল খেলতে নামেন ২৫ বছরের তরুণী। পরিসংখ্যান অবশ্য ক্যারোলিনার পক্ষেই রয়েছে। সিন্ধুর থেকে ৮-৫ ব্যবধানে এগিয়ে রয়েছেন অলিম্পিক্স সোনাজয়ী ব্যাডমিন্টন তারকা। এই ম্যাচেও সেই পারফরম্যান্সের প্রতিফলন ঘটল। তবে এ বার সিন্ধুর লক্ষ্য অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২১ মার্চ পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement