অনূর্ধ্ব নয় ব্যাডমিন্টনে সেরা হল স্বয়মদ্যুতি

হাওড়া জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাওড়া ইউথ অর্গানাইজ়েশনের ইন্ডোর স্টেডিয়ামে চলতি মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব নয় এবং অনূর্ধ্ব ১১ বিভাগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ০৩:৩৬
Share:

জয়ী: চ্যাম্পিয়নের ট্রফি ও সার্টিফিকেট হাতে স্বয়মদ্যুতি ঘোষ। নিজস্ব চিত্র

রাজ্যস্তরের প্রতিভা অন্বেষণ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অনূর্ধ্ব নয় বিভাগে চ্যাম্পিয়ন হল জলপাইগুড়ি টাউন ক্লাবের স্বয়মদ্যুতি ঘোষ। এই নিয়ে পরপর তিনবার ওই বিভাগে রাজ্যস্তরে সেরা হল সে।

Advertisement

হাওড়া জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাওড়া ইউথ অর্গানাইজ়েশনের ইন্ডোর স্টেডিয়ামে চলতি মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব নয় এবং অনূর্ধ্ব ১১ বিভাগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার প্রতিযোগিতার অনূর্ধ্ব নয় বিভাগের ফাইনালে স্বয়মদ্যুতি দুর্গাপুরের অনিকেত পালকে ১৫-১১, ১৫-১১ পয়েন্টে পরাজিত করে। সেমিফাইনালে রায়গঞ্জের ঋষভ সরকারকে ১৫-৪, ১৫-৬ পয়েন্টে হারিয়ে সে ফাইনালে ওঠে।

এর আগে শিলিগুড়িতে অন্য একটি প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতায় এবং জলপাইগুড়িতে রাজ্য চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব নয় বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছিল স্বয়মদ্যুতি। এ বছর দিল্লিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং একটি বেসরকারি সংস্থা আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার অনূর্ধ্ব নয় বিভাগে সে তৃতীয় হয়।

Advertisement

জলপাইগুড়ি জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক রতন গুহ বলেন, “স্বয়মদ্যুতি প্রতিভাবান খেলোয়াড়। ব্যাডমিন্টনে ও ধারাবাহিক সাফল্য পাচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে আরও সফল হবে স্বয়মদ্যুতি।” জলপাইগুড়ি টাউন ক্লাবের ইন্ডোরে স্বয়মদ্যুতি নিয়মিত অনুশীলন করে। ক্লাবের সম্পাদক শেখর দেব বলেন, “স্বয়মদ্যুতির সাফল্যে আমরা গর্বিত।”

শনিবার ফাইনালের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সম্পাদক শেখর বিশ্বাস প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement