T20 World Cup 2021

T20 World Cup: চুঁচুড়ার সূর্য স্বপ্নের উড়ানে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলার প্রতিনিধিত্ব

ক্রিকেটের প্রতি ভালবাসায় জেলা ক্রিকেট লিগের স্কোরারের কাজ শুরু করেন সূর্য। ভাল কাজ করায় সিএবি-তে ডাক পান। ২০১৮ সালে সিএবি সচিব অভিষেক ডালমিয়া সেরা স্কোরারের পুরষ্কার তুলে দেন সূর্যের হাতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৭:৩৮
Share:

সূর্যকান্ত পান্ডা। নিজস্ব চিত্র

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলার চুঁচুড়ার প্রতিনিধিত্ব। সংযুক্ত আরব আমিরশাহিতে ইলেকট্রনিক স্কোরারের দ্বায়িত্ব পালন করবেন সূর্যকান্ত পান্ডা।

Advertisement

ওড়িশার বালেশ্বরের সূর্যকান্ত দীর্ঘদিন হুগলির চুঁচুড়ায় থাকেন। কামারপাড়ায় একটি মুদির দোকানে কাজ করার পাশাপাশি ক্রিকেট খেলতেও ভালবাসেন। সেই সূত্রেই চুঁচুড়ায় হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে যাতায়াত শুরু তাঁর। কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন সফল হয়নি। মুদির দোকানে কাজ করেই সংসার টানা, দিদির চিকিৎসা, ভাগ্নির বিয়ে দেওয়া, সব কিছুই করতে হয়েছে।

গাওস্করের সঙ্গে সূর্যকান্ত। নিজস্ব চিত্র

তার মধ্যেও ক্রিকেটের প্রতি ভালবাসায় কৌশিক সাধু, রক্তিম সাহাদের হাত ধরে জেলা ক্রিকেট লিগের স্কোরারের কাজ শুরু করেন সূর্য। ভাল কাজ করায় সিএবি-তে ডাক পান তিনি। ২০১৮ সালে সিএবি সচিব অভিষেক ডালমিয়া সেরা স্কোরারের পুরষ্কার তুলে দেন সূর্যের হাতে। গত বার আরবে গিয়ে আইপিএল স্কোরারের দ্বায়িত্ব পালন করে এসেছেন।

Advertisement

আগামী ৩১ অগস্ট বেঙ্গালুর থেকে দুবাই যাবেন সূর্য। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আইপিএল-এ যোগ দেবেন। কিন্তু বিশ্বকাপ মিটিলেই সবুজ মাঠ, স্টেডিয়াম, ঝাঁ চকচকে হোটেল- সেসব কাটিয়ে আবার মুদির দোকানে চাল, ডাল মাপতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement