ধোনির থেকেও দ্রুতগতিতে কেউ স্টাম্পিং করতে পারেন? —ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনি ভক্তদের রোষের মুখে সারে কাউন্টি ক্লাব। চলতি মাসের ২৮ তারিখ টি টোয়েন্টি ব্লাস্ট-এ সমারসেট-এর বিরুদ্ধে নেমেছিল সারে।
সেই ম্যাচে সমারসেটের ব্যাটসম্যানকে বিদ্যুৎগতিতে স্টাম্পড করেন সারের উইকেটকিপার বেন ফোকস। গ্যারেথ ব্যাটি বলটা ভাসিয়ে দিয়েছিলেন। সমারসেট ব্যাটসম্যান টম অ্যাবেল রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন। ব্যাট-বলে ঠিকঠাক না হওয়ায় সারের উইকেটকিপার ফোকস চকিতে উইকেট ভেঙে দেন অ্যাবেলের।
সেই ভিডিয়ো সারে কাউন্টি তাদের টুইটার পেজে পোস্ট করে। সেই ভিডিয়োর উপরে লেখা, এর চেয়ে দ্রুত কাউকে কি স্টাম্পিং করতে দেখেছেন? এর পরেই মহেন্দ্র সিংহ ধোনির ভক্তরা আসরে নামেন। চকিতে স্টাম্পিং করতে দক্ষ মাহি। উইকেটের দিকে না তাকিয়ে বহুবার রান আউট করেছেন ধোনি।
আরও পড়ুন: অক্ষর পটেলের ঝোড়ো ব্যাটিং ও চহালের জাদুতে দক্ষিণ আফ্রিকা এ দলকে হারাল ভারত এ
আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটের এক সময়ের সেরা এই অলরাউন্ডার এখন কী করছেন জানলে চমকে যাবেন
সারের ভিডিয়োটি দেখার পরে ধোনি-ভক্তরা ভারতের প্রাক্তন অধিনায়কের রান আউট ও স্টাম্পিংয়ের ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁরা বোঝাতে চেয়েছেন, ধোনির কথা ভুলে গিয়ে সারে কাউন্টি ক্লাব কীভাবে ফোকসের কথা লিখল? সারে অবশ্য ম্যাচটা জিতে নেয়। ৫৩ বলে ১০২ রানের ইনিংস খেলেন অ্যারন ফিঞ্চ।