রায়নার মতে, টেস্টে স্লিপে বড় ভরসার নাম রাহানে। ছবি টুইটার থেকে নেওয়া।
ভারতীয় দলের সেরা ফিল্ডার কে? সুরেশ রায়না বেছে নিলেন অজিঙ্ক রাহানেকে।
টেস্টে স্লিপে ফিল্ডিং করেন রাহানে। বল কোন দিকে আসবে তা ভাল অনুমান করতে পারেন টেস্ট দলের সহ-অধিনায়ক। সেই কারণে রায়না বলছেন, ‘‘অজিঙ্ক রাহানের ক্যাচ ধরায় দক্ষতা রয়েছে। ওর পজিশনিং জ্ঞান আমায় মুগ্ধ করে। ও খুব ভাল স্লিপ ফিল্ডার। ব্যাটসম্যান কোন দিকে বল মারে তা আগাম বুঝতে পারে রাহানে।’’
রাহানের ক্যাচ নেওয়ার দক্ষতায় মুগ্ধ শ্রীধরও। স্লিপে দারুণ ক্ষিপ্র রাহানে। সহসা ক্যাচ ফস্কাতে দেখা যায় না তাঁকে। ভারত অধিনায়ক বিরাট কোহালিও ভাল ফিল্ডার। ওয়ানডে-তে কোহালি মাঠের বিভিন্ন প্রান্তে ফিল্ডিং করেন। সেই সময়ে রাহানে স্লিপ সামলান। ভারতীয় ক্রিকেটে বিভিন্ন সময়ে ভাল স্লিপ ফিল্ডারের আবির্ভাব ঘটেছে। কোহালির নেতৃত্বে রাহানে স্লিপ ফিল্ডিংকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়।
আরও পড়ুন: ‘ধোনি যখন প্যাড পরতে বলল, তখন ড্রেসিংরুমে বসে স্যান্ডউইচ খাচ্ছিলাম’
আরও পড়ুন: ‘বিশ্বকাপের পরে সেরা প্রতিযোগিতা হল আইপিএল’