বিরাট হুঙ্কার। —ফাইল চিত্র।
বিরাট কোহালির নেতৃত্বাধীন টেস্ট দলই সর্বকালের সেরা ভারতীয় দল। এমনটাই বলছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্কর।
কোহালির ভারত একসময়ে টেস্টে এক নম্বর দল ছিল। একমাত্র ভারতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অজিদের টেস্টে হারিয়ে এসেছে। ‘লিটল মাস্টার’ বলছেন, ‘‘আমার মতে ভারসাম্য, দক্ষতা, ক্ষমতা এবং মানিসকিতার দিক থেকে এই দল ভারতের সর্বকালের সেরা দল।’’
কোহালির দলকে সবার থেকে কেন এগিয়ে রাখছেন গাওস্কর? যুক্তি দিয়ে তিনি বসছেন, ‘‘যে কোনও উইকেটে জেতার মতো বোলিং শক্তি রয়েছে এই দলের। দলটার বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। এই বোলিং শক্তির কোনও সাহায্যের দরকার নেই। ব্যাটিংয়ের দিক থেকে যদি তুলনা করা হয়, তা হলে আশির দশকের ভারতীয় দলের সঙ্গে মিল রয়েছে। কিন্তু বিরাটের দলের মতো বোলিং শক্তি ছিল না অন্য কোনও দলে।’’
আরও পড়ুন: দ্রাবিড়, যুবি, ধোনি... ফেয়ারওয়েল না পাওয়াদের নিয়ে অভিনব ম্যাচের প্রস্তাব পাঠানের
যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামিদের বোলিং যে কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে পারে। গাওস্কর বলছেন, ‘‘ভারতের বোলিং আক্রমণ খুবই বৈচিত্রপূর্ণ। এই ধরনের বৈচিত্রই দরকার বোলিংয়ে। ২০টা উইকেট না নিলে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়।’’
বোলাররাই তো ম্যাচ জেতান। কোহালির হাতে বিধ্বংসী বোলার থাকার জন্যই এই দলটাকে দেশের সর্বকালের সেরা দল বলছেন গাওস্কর।