তরুণ ভারতীয় দল নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাওস্কর
ঐতিহাসিক জয়ের পর অজিঙ্ক রাহানের তরুণ ভারতীয় দলকে প্রশংসায় ভরালেন সুনীল গাওস্কর। এক বৈদুতিন সংবাদমাধ্যমে সাক্ষাতকারে তিনি জানান, ‘‘এটা ভারতীয় ক্রিকেটে দারুণ মুহূর্ত। এই তরুণ ভারতীয় দল ম্যাচটাকে বাঁচানোর জন্য লড়েনি জেতার জন্য লড়েছে। এই দল হারতে ভয় পায় না।’’
এর পাশাপাশি অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়া শুভমন গিলের প্রশংসা করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘শুরুতেই শুভমন দারুণ একটা ইনিংস খেলেছে। এরপর চেতেশ্বর পূজারা অস্ট্রেলিয়ার সামনে দেওয়াল হয়ে দাঁড়ায়। ঋষভ পন্থ ৫ নম্বরে ব্যাট করতে খেলা ঘুরিয়ে দেয়। পন্থকে পাঁচে তুলে আনা রাহানের মস্তিষ্ক প্রসূত। রাহানে এখনও কোনও টেস্ট ম্যাচ হারেনি। এর আগেও দুটি টেস্টে অধিনায়কত্ব করে জয় পেয়েছে ও।’’
টেস্টে অভিষেক করা নটরাজনেরও প্রশংসা করেন ভারতের প্রাক্তন কিংবদন্তি এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘‘নটরাজনের এই অভিষেক মনে রাখার মত। পৃথ্বী শও মনে রাখার মত খেলল এই সিরিজে।’’