Sunil Chhetri

কলকাতায় ফিরছেন না, আরও দুই বছর বেঙ্গালুরুতেই থাকছেন সুনীল

বেঙ্গালুরু শহরের সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২১ ২২:০২
Share:

সুনীল ছেত্রী ফাইল চিত্র

আরও দুই বছরের জন্য বেঙ্গালুরু এফসিতেই থাকছেন সুনীল ছেত্রী। সোমবার বেঙ্গালুরু এফসি-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এই খবর। বেঙ্গালুরুতে সই করতে পেরে খুশি ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘এই শহরেই এখন আমার বাড়ি। এই ক্লাবের সবাই আমার পরিবারের সদস্যের মতো। আজও মনে হচ্ছে আমি বোধহয় প্রথম বারের জন্য বেঙ্গালুরু এফসি-তে সই করলাম।’’

Advertisement

বেঙ্গালুরু শহরের সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে। সুনীল আরও বলেন, ‘‘এই শহরের সঙ্গে আমার একটা দৃঢ় বন্ধন রয়েছে। আশা করব আগামী দিনে আরও অনেক সুন্দর মুহূর্ত কাটাবো এই শহরে।’’ একটা সময় শোনা গিয়েছিল কলকাতায় ফিরতে পারেন সুনীল। তবে সেই জল্পনায় জল ঢেলে থেকে গেলেন বেঙ্গালুরু এফসিতেই।

বেঙ্গালুরু কর্তা মন্দার তামানে বলেন, ‘‘প্রথম দিন থেকেই সুনীল ক্লাবের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। আমরা জানি ও শুধু একজন দারুণ ফুটবলার নয়, অসাধারণ নেতাও। যুব সমাজের কাছে ও একজন আদর্শ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement