Sunil Chhetri

Sunil Chhetri: সুনীল ছেত্রীর চোখে সেরা ভারতীয় ফুটবলার কে? উত্তর দিলেন ভারত অধিনায়ক

তাঁর সঙ্গে বরাবরই দারুণ সম্পর্ক সুনীলের। মাঠের বাইরেও দারুণ সময় কাটিয়েছেন দু’জনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ২১:২০
Share:

সুনীল ছেত্রী ফাইল চিত্র

তাঁর কাছে ভারতীয় ফুটবলে এখনও সেরা ভাইচুং ভুটিয়াই। এমনটাই মত অধিনায়ক সুনীল ছেত্রীর। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে সাফ কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে মলদ্বীপে অনুশীলন করছে ইগর স্তিমাচের ছেলেরা। সেই ফাঁকে এক সাক্ষাৎকারে একথা বলেছেন সুনীল

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে সুনীল বলেন, “সেরা ফুটবলার বেছে নিতে বললে আমি ভাইচুংদার নামই বলব। কারণটা আমাকে নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। আমার মনে হয় ওঁর নামটাই যথেষ্ট।”

ভাইচুংয়ের সঙ্গে বরাবরই দারুণ সম্পর্ক সুনীলের। মাঠের বাইরেও দারুণ সময় কাটিয়েছেন দু’জনে। তবে সতীর্থদের মধ্যে ইউজিনসন লিংডোর সঙ্গে সময় কাটাতে বেশি ভালবাসেন বলে জানালেন সুনীল। তিনি বলেন, “জেজে বা ভাইচুংয়ের সঙ্গে মাঠের বাইরে দারুণ সময় কাটিয়েছি। তবে লিংডোর সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে। ও আমার খুব কাছের।”

Advertisement

উল্লেখ্য, সাফ কাপে বরাবররই দাপট দেখিয়েছে ভারত। এ বারেও দল ভাল খেলবে বলে আশাবাদী সুনীল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement