Roger Federer

যুক্তরাষ্ট্র ওপেনের মূল পর্বে সুমিত নাগাল, প্রথমেই মুখোমুখি রজার ফেডেরারের

জোয়াওয়ের বিরুদ্ধে প্রথম সেটে হেরে যান তিনি। দ্বিতীয় সেটেও  পিছিয়ে পড়েন ১-৪-এ। কিন্তু এরপরেই ম্যাচে ফিরে আসেন সুমিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৯ ১৪:২৬
Share:

প্রথম বারের জন্য যুক্তরাষ্ট্র ওপেনের মূল পর্বে সুমিত। ছবি: টুইটার

ইউএস ওপেনের মূল পর্বে উঠলেন ভারতের সুমিত নাগাল। ২২ বছরের সুমিত প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী রজার ফেডেরারের। এ বারের যুক্তরাষ্ট্র ওপেনে তিনি হলেন দ্বিতীয় ভারতীয়। ৮৯ র‍্যাঙ্ক নিয়ে প্রজনেশ গুণেশ্বরণ ইতিমধ্যেই সরাসরি পৌঁছে গিয়েছেন মূল পর্বে। তিনি খেলবেন রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভ-এর বিরুদ্ধে।

Advertisement

সুমিত নাগালের র‍্যাঙ্কিং ১৯০। শুক্রবার ইউএস ওপেনের কোয়ালিফাইং রাউন্ডে ব্রাজিলের জোয়াও মেনেজেস-কে ৫-৭, ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে তিনি যুক্তরাষ্ট্র ওপেনের মূল পর্বে নিজের জায়গা পাকা করেন। তবে জোয়াওয়ের বিরুদ্ধে প্রথম সেটে হেরে যান তিনি। দ্বিতীয় সেটেও পিছিয়ে পড়েন ১-৪-এ। কিন্তু এরপরেই ম্যাচে ফিরে আসেন সুমিত। রোহন বোপান্না টুইট করে শুভেচ্ছা জানান তাঁকে।

Advertisement

আরও পড়ুন: ইতিবাচক রায়ের আশায় মহেশরা

আরও পড়ুন: ইসলামাবাদেই ভারত-পাক ডেভিস কাপ! নিরাপত্তায় সন্তুষ্ট আইটিএফ​

অন্যদিকে সোমবার আর্থার অ্যাশে স্টেডিয়ামে ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। আর তারপরেই ওই স্টেডিয়ামে মুখোমুখি হবেন সুমিত এবং ফেডেরার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement