আরও চমক দিতে চাই, বলে দিলেন নতুন বিস্ময়

মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে নাগাল বলেছেন, ‘‘দারুণ ভাবে সব কিছু চলছে। আমরা আরও অনেক চমক দেখানোর জন্য তৈরি। আরও বেশি গ্র্যান্ড স্ল্যামের মূলপর্বেও খেলব।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ০৪:৪৯
Share:

প্রেরণা: স্বপ্নের লড়াইয়ে মঙ্গলবার ফেডেরারের থেকে ছিনিয়ে নিয়েছিলেন প্রথম সেট। শেষ রক্ষা হয়নি। হেরে গেলেন পরের তিন সেটে। তবু ফেডেরার ও টেনিস দুনিয়ার শাবাশি জিতে নিলেন সুমিত নাগাল। এএফপি

একটা ম্যাচই তাঁর আত্মবিশ্বাসের মাত্রাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। গ্র্যান্ড স্ল্যাম অভিষেকেই রজার ফেডেরারের বিরুদ্ধে একটা সেট জেতা সুমিত নাগাল তাই জানিয়ে দিচ্ছেন, তিনি আরও চমক দিতে তৈরি।

Advertisement

মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে নাগাল বলেছেন, ‘‘দারুণ ভাবে সব কিছু চলছে। আমরা আরও অনেক চমক দেখানোর জন্য তৈরি। আরও বেশি গ্র্যান্ড স্ল্যামের মূলপর্বেও খেলব।’’

অতীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি ভারতের ডেভিস কাপ দল থেকেও বাদ পড়তে হয়েছিল যে অভিযোগে। ভারতীয় তরুণ এখন জানাচ্ছেন, তাঁর নতুন সাপোর্ট টিম ঠিক রাস্তায় ফিরিয়ে এনেছেন তাঁকে। কী ভাবে? যুক্তরাষ্ট্র ওপেন থেকে বিদায় নেওয়ার পরে নাগাল বলেছেন, ‘‘শৃঙ্খলাবদ্ধ থাকা আর অন্যদের পরামর্শ শোনা। এই দুটো বদল এসেছে আমার জীবনে। আমার একটা বড় সমস্যা ছিল, অনেক সময়ই কারও কথা শুনতাম না। কিন্তু আমার ফিজিক্যাল ট্রেনার মিলোস (গালেসিচ) দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ওর নিজস্ব একটা নীতি আছে। মিলোসের সঙ্গে যেমন কাজ করাটা কঠিন, তেমন আবার কাজ করতে পারলে ফলটাও পাওয়া যায়।’’

Advertisement

শৃঙ্খলাবদ্ধ বলতে কী বোঝেন? প্রশ্নের জবাবে নাগাল বলেন, ‘‘কোর্ট এবং কোর্টের বাইরে শৃঙ্খলার মধ্যে থাকা। একটা জিনিস ৯০ মিনিট করা আর তিন ঘণ্টা করার মধ্যে তো তফাত থাকবেই।’’ নাগাল মনে করছেন, তিনি এখন অনেক ফিট। যে ফিটনেস তাঁর খেলাতেও প্রভাব ফেলেছে। নাগালের মন্তব্য, ‘‘ফিটনেসে বদল আনতে সময় লাগে। দু’তিন মাসে হয় না। এখন আমি দারুণ ফিট। প্রায় গোটা বছর আমি চোট-আঘাত ছাড়াই খেলে গেলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement