সুব্রতর নাম গেল অর্জুনের জন্য

রাজীব গাঁধী খেলরত্নের জন্য গত বছর বিকাশ গৌডার নাম ভাবনাচিন্তা করা হলেও, শেষ পর্যন্ত পিছিয়ে এসেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তবে এ বার আবার তাঁর নাম খেলরত্নের জন্য পাঠালো দেশের অ্যাথলিট ফেডারেশন। বিকাশের সঙ্গে নাম গেল সীমা পুনিয়া, হকি টিমের অধিনায়ক সর্দার সিংহ, স্কোয়াশের দীপিকা পল্লিকল ছাড়াও ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ও গল্ফার জীব মিলখা সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০৩:৪৬
Share:

রাজীব গাঁধী খেলরত্নের জন্য গত বছর বিকাশ গৌডার নাম ভাবনাচিন্তা করা হলেও, শেষ পর্যন্ত পিছিয়ে এসেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তবে এ বার আবার তাঁর নাম খেলরত্নের জন্য পাঠালো দেশের অ্যাথলিট ফেডারেশন। বিকাশের সঙ্গে নাম গেল সীমা পুনিয়া, হকি টিমের অধিনায়ক সর্দার সিংহ, স্কোয়াশের দীপিকা পল্লিকল ছাড়াও ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ও গল্ফার জীব মিলখা সিংহ।

Advertisement

অন্য দিকে অর্জুন পুরস্কারের জন্য ক্রিকেটার রোহিত শর্মার নাম পাঠিয়েছে বিসিসিআই। এ ছাড়াও জীতু রাই, পি এন প্রকাশ, রাহি সর্নবৎ এবং অ্যাথলিট টিন্টু লুকার নামও পাঠানো হয়েছে। ফুটবল ফেডারেশনের খবর আবার সুব্রত পাল, ক্ল্যাইম্যাক্স লরেন্স, মহেশ গাউলি এবং মহিলা ফুটবলার বেমবেম দেবীর নাম অর্জুনের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement