দায়িত্ব নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়লেন সুভাষ ভৌমিক। দু’বছর পর কোচ হিসেবে টালিগঞ্জ অগ্রগামীর অনুশীলনে নেমে আসিয়ান জয়ী কোচের সেই পুরনো মেজাজেই জবাব, ‘‘মাত্র তিনটে ম্যাচ খেলেছে আমার টিম। হেরেছে মাত্র একটা ম্যাচ। তাতেই এত ‘গেল গেল’ রব তোলার কী হয়েছে?’’
বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়েই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর অনুশীলনে হাজির হয়ে গিয়েছিলেন তিন বারের আই লিগ জয়ী কোচ। অ্যান্টনি উলফ, চিকা ওয়ালি-দের সঙ্গে অনুশীলনে নেমে প্রথমেই দীপক মণ্ডলকে ডেকে নেন সুভাষ। তাঁর সঙ্গে বেশ কিছু সময় কথা বলার পরে দীপককে টিমের সামনে বক্তব্য রাখতে বলেন। শুক্রবারই রেনবোর বিরুদ্ধে কলকাতা প্রিমিয়ার লিগে চতুর্থ ম্যাচ খেলতে নামবে টালিগঞ্জ অগ্রগামী। পরে এ প্রসঙ্গে সুভাষ বলেন, ‘‘দীপক এই দলে অন্যতম সিনিয়র ফুটবলার। তাই টিমের হয়ে ওকে কিছু বলতে বলেছিলাম। ফুটবলারদেরও বললাম হতাশ হওয়ার কিছুই হয়নি।’’
আরও পড়ুন: ধোনিকে ছন্দে চান বিরাট
প্রথম দিন নিজের টিম নিয়ে টালিগঞ্জ কোচের বক্তব্য, ‘‘টিম মোটেও খারাপ নয়। এগিয়ে যাওয়ার ছন্দটা পেলেই এই দলটা বদলে যাবে।’’ দু’বছর পর ফের কোচ হিসেবে মাঠে নামা প্রসঙ্গে সুভাষ ভৌমিক এর সঙ্গে যোগ করেন, ‘‘এ রকম চ্যালেঞ্জ জীবনে অনেক বার নিয়েছি। এ বারও নিলাম। দেখা যাক না লিগের শেষে কী হয়? লিগ টেবলে টালিগঞ্জের নিচেও তো চারটে টিম রয়েছে।’’ ৩ সেপ্টেম্বর প্রতিপক্ষ মোহনবাগান। যে দলের কোচ শঙ্করলাল চক্রবর্তী তিন বছর আগে মোহনবাগানেই সুভাষ ভৌমিকের সহকারী হিসেবে কোচিং শুরু করেছিলেন। সেই ম্যাচ সম্পর্কে জানতে চাইলে সুভাষ ভৌমিক বলছেন, ‘‘শঙ্কর ভাল কাজ করছে। বড় দলের বিরুদ্ধে ম্যাচের আগে রেনবো ম্যাচ নিয়েই ভাবছি আপাতত।’’
বেঙ্গালুরুর জয়: এএফসি কাপ আন্তঃ জোন সেমিফাইনালে উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ দলকে ৩-০ হারাল বেঙ্গালুরু এফসি। গোল করলেন সুনীল ছেত্রী, উদান্ত সিংহ এবং লেনি রদ্রিগেজ।