Stuart Broad

ব্যাটে-বলে তারকা হয়ে অধিনায়ককে গুরুদক্ষিণা ব্রডের 

প্রথম টেস্টে চুড়ান্ত একাদশে স্থান পাননি ব্রড। দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন ঘটে অধিনায়ক জো রুটের। তিনিই প্রথম একাদশে ফেরান ব্রডকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

আরও পড়ুন শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০৪:২৯
Share:

স্মারক: ছয় উইকেট পাওয়ার বল হাতে স্টুয়ার্ট ব্রড। গেটি ইমেজেস

ব্যাট হাতে ৪৫ বলে ঝোড়ো ৬২ রানের ইনিংসের পরে বল হাতেও নায়ক স্টুয়ার্ট ব্রড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন দুই উইকেট নিয়ে শেষ করেছিলেন। তৃতীয় দিনের শেষে তাঁর ঝুলিতে মোট আট উইকেট। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসেও দুরন্ত শুরু ইংল্যান্ড পেসারের। দুই উইকেট তুলে বিপক্ষ শিবিরে আতঙ্ক ফিরিয়েছেন তিনি।

Advertisement

প্রথম টেস্টে চুড়ান্ত একাদশে স্থান পাননি ব্রড। দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন ঘটে অধিনায়ক জো রুটের। তিনিই প্রথম একাদশে ফেরান ব্রডকে। সিরিজের শেষ টেস্টে ব্যাটে ও বলে ঝড় তুলে অধিনায়ককে গুরুদক্ষিণা দিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার। ব্রডই এখন রুটের মূল অস্ত্র। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৯ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৯৭ রানে। ১৭২ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার করে দেয় ২২৬-২ স্কোরে। ৯০ রান করেন বাঁ-হাতি ওপেনার রোরি বার্নস। ৫৬ বলে অপরাজিত ৬৮ রানের ঝোড়ো ইনিংস অধিনায়ক রুটের। ওপেনার ডম সিবলিও ৫৬ রান করেন। চতুর্থ ইনিংসে ৩৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দশ রানে দুই উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দুটি উইকেটই ব্রডের। ইংল্যান্ড পেসারের এই ছন্দে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন তারকারা। অ্যালেক স্টুয়ার্ট থেকে মাইকেল আথারটন প্রশংসা করেছেন অভিজ্ঞ সৈনিকের। বল হাতে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা বোঝা গিয়েছে তৃতীয় দিন। তার আগে শনিবার ব্যাট হাতে ঝোড়ো ইনিংস উপহার দিয়ে চমকে দিয়েছেন ব্রড।

Advertisement

আরও পড়ুন: সচিনদের বল করেই আস্থা বাড়ে কুম্বলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement