steve smith

T20 World Cup 2021: কোহলীদের বিরুদ্ধে হেরে ভারতকেই বিশ্বকাপ জয়ের দাবিদার বললেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার

স্মিথের ব্যাটে ভর করে ১৫২ রান তোলে অস্ট্রেলিয়া। রোহিত, রাহুলের দাপটে সেই রান তুলতে কোনও অসুবিধাই হয়নি ভারতের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১২:৪২
Share:

স্মিথের মতেও এগিয়ে ভারত। ছবি: পিটিআই

অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। আট উইকেটে স্টিভ স্মিথদের হারিয়ে দিয়েছেন রোহিত শর্মারা। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পাদের অনায়াসে মাঠের বাইরে ফেলেছেন লোকেশ রাহুল, রোহিতরা। ভারতের বিরুদ্ধে হেরে তাদেরই টি২০ বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে দেখছেন স্টিভ স্মিথ।

ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করছিলেন স্মিথ। ৪৮ বলে ৫৭ রান করেন তিনি। অনুশীলন ম্যাচ শেষে স্মিথ বলেন, “দুর্দান্ত দল ওরা। সব অস্ত্র রয়েছে ওদের। বেশ কিছু ম্যাচ জেতানো ক্রিকেটারও রয়েছে ভারতীয় দলে। কয়েক মাস ধরে আইপিএল খেলার জন্য এখানেই রয়েছে ওদের দলের সকলে। এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ওরা।”

Advertisement

স্মিথের ব্যাটে ভর করে ১৫২ রান তোলে অস্ট্রেলিয়া। রোহিত, রাহুলের দাপটে সেই রান তুলতে কোনও অসুবিধাই হয়নি ভারতের। ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন সূর্যকুমার যাদবরা।

দুর্দান্ত দল ওরা। সব অস্ত্র রয়েছে ওদের। বেশ কিছু ম্যাচ জেতানো ক্রিকেটারও রয়েছে ভারতীয় দলে।
স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়া দলকে যদিও ভাবতে হবে তাদের ওপেনিং নিয়ে। ছন্দে নেই ডেভিড ওয়ার্নার। রান করতে পারেননি অ্যারন ফিঞ্চও। স্মিথ বলেন, “নিজের মনে হল বেশ ভালই ব্যাটে বল লাগছিল। আইপিএল-এ হয়তো আমি খুব বেশি ম্যাচ খেলিনি, কিন্তু নেটে সময় কাটিয়েছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।”

Advertisement

শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার। ওই ম্যাচ দিয়েই শুরু এ বারের টি২০ বিশ্বকাপের মূল পর্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement