ভারতীয় ক্রিকেটে তরুণ তুর্কি খুঁজে পাওয়ায় অন্যতম প্ল্যাটফর্ম আইপিএল। আইপিএল-এর সৌজন্যেই যশপ্রীত বুমরার মতো তারকাকে পেয়েছে ভারত।
যে এনার্জি নিয়ে মাঠে থাকেন যশপ্রীত, সেই এনার্জির ঝলক পাওয়া যায় তাঁর বাড়ির কোণায় কোণায়।
বুমরা একজন শান্ত স্বভাবের খেলোয়াড়। অনেকটা মহেন্দ্র সিংহ ধোনির মতো। তাঁর বাড়ি জুড়েও ঠিক এই ধনাত্মক অনুভূতি ছড়িয়ে রয়েছে।
বুমরার বাড়ি মুম্বইয়ে। মা এবং বোনের সঙ্গেই এত দিন এখানে থাকতেন বুমরা।
পুরো লকডাউনের সময়টি এখানেই পরিবারের সঙ্গে ছিলেন তিনি। রোজই নানান ছবি নেটমাধ্যমে শেয়ার করতেন।
ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশনের সঙ্গে বিয়ের পরও নববধূকে নিয়ে এখানেই ওঠেন ভারতীয় পেসার।
বুমরার বাড়ির যাবতীয় আসবাবপত্র এবং সমস্ত দেওয়াল খুব হালকা রঙের। যা নাকি কখনও চার দেওয়ালের মধ্যেও একঘেয়ে লাগতে দেয় না তাঁকে।
বুমরার বাড়ির একটি অংশ সবুজে ভরপুর। তা হল বারান্দার বাগান। বাড়িতে থাকলে নিয়মিত এই বাগানের যত্ন নেন তিনি।
বারান্দায় একাধিক উইং চাইমসও ঝুলিয়ে রেখেছেন তিনি। তাঁর পরিবারে মতে, যশপ্রীত যে সব সময় মাথা ঠান্ডা রাখতে পছন্দ করেন এটা তারই প্রমাণ।
তাঁর শোওয়ার ঘর খুবই ছিমছাম। শোওয়ার ঘরেও দেওয়ালও হালকা রঙের। পুরো বাড়ির প্রতিটি ঘরের দেওয়ালেও ওই একই রং করিয়েছেন তিনি।
তবে শোওয়ার ঘরের মেঝে অন্য রকম। মেঝে পুরোটাই কাঠের। আর তার সঙ্গে দেওয়াল জুড়ে রয়েছে মানানসই বড় আলমারি।
বৈঠকখানায় একটি আরামদায়ক সোফা রেখেছেন তিনি। তাতে বসে প্রায়ই ভিডিয়ো গেম খেলার ছবি শেয়ার করেন।
মাঠে চমক দেখাতে গেলে শারীরিক ভাবে সুস্থ থাকা জরুরি। নিয়মিত জিম করেন বুমরা। বাড়িতেও রয়েছে জিম। যাতে যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জামও রয়েছে।