স্তেফানোস চিচিপাস ফাইল চিত্র
ঠাকুমাকে হারানোর যন্ত্রণা নিয়েই নোভাক জোকোভিচের বিরুদ্ধে ফরাসি ওপেনের ফাইনালে খেলতে নেমেছিলেন স্তেফানোস চিচিপাস। দুরন্ত লড়াই করেও বিশ্বের এক নম্বর টেনিস তারকার কাছে হারতে হয় তাঁকে। খেলতে নামার পাঁচ মিনিট আগে তিনি জানতে পারেন তাঁর ঠাকুমার মৃত্যুসংবাদ।
নেটমাধ্যমে গ্রিক টেনিস তারকা লেখেন, ‘ফাইনাল খেলতে নামার পাঁচ মিনিট আগে প্রয়াত হন আমার ঠাকুমা। ফরাসি ওপেনের ফাইনালে হারের থেকেও আমায় বেশি কষ্ট দিয়েছে এই ঘটনা। কারণ ঠাকুমার আদর্শকে সামনে রেখেই বড় হয়েছি আমি।’
চিচিপাস আরও লেখেন, ‘জেতা হারার উর্দ্ধে উঠে জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন আমার ঠাকুমা। তাঁর মতো মানুষ এই পৃথিবীতে অনেক বেশি প্রয়োজন। কারণ এঁরাই জীবনকে ভালবাসতে ও স্বপ্ন দেখাতে শেখায়। আমার সাফল্য তাঁকে উৎসর্গ করছি।’ চিচিপাসের এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। বছর বাইশের এই তরুণ টেনিস তারকার দুঃখে সমব্যথী ক্রীড়া মহল।