India

ভারত সফরে এসে ক্রিকেটকে ঘৃণা করতে শুরু করেছিলেন এই ইংরেজ স্পিনার

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৭ উইকেট নিলেও ধারাবাহিকতার অভাব ছিল। তাই ইংরেজ অফ স্পিনার ডম বেসকে দল থেকে বাদ দিয়েছিলেন জো রুট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৬:৩০
Share:

ফের বিতর্কিত মন্তব্য করলেন ইংরেজ অফ স্পিনার ডম বেস। ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৭ উইকেট নিলেও ধারাবাহিকতার অভাব ছিল। তাই ইংরেজ অফ স্পিনার ডম বেসকে দল থেকে বাদ দিয়েছিলেন জো রুট। সেটা নিয়ে সাজঘরে প্রচুর অশান্তিও হয়। সেই বিতর্ক মিটতে না মিটতেই আরও একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন এই তরুণ। তাঁর দাবি ভারতে এসে দীর্ঘ সময় জৈব বলয়ে থাকার জন্য তিনি ক্রিকেটকে ঘৃণা করতে শুরু করেন।

Advertisement

এক সংবাদ মাধ্যমকে ডম বেস বলেছেন, “দেশে ফেরার পর যেন জীবন ফিরে পেলাম। ভারতের টেস্ট সিরিজ খেলতে গিয়ে দীর্ঘ সময় জৈব বলয়ে থাকতে হয়েছিল। সারাদিন শুধু ক্রিকেট নিয়ে আলোচনা শুনতে গিয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। একটা সময় এই খেলার প্রতি রাগ উঠে যেত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এই খেলার সঙ্গে জড়িয়ে থাকা আমার দায়িত্ব। কিন্তু তাই বলে খেলা না থাকলে দিনের বেশির ভাগ সময় একটা ঘরে বদ্ধ থাকা আমার পক্ষে সম্ভব নয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement