Athletics

পিঠের চোট সারিয়ে ফিরে পোল্যান্ডে সোনা জিতলেন হিমা

পোল্যান্ডের পোজনানে আয়োজিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন ভারতের স্প্রিন্টার হিমা দাস।

Advertisement

সংবাদ সংস্থা

পোজনান (পোল্যান্ড) শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ১৯:৫৮
Share:

দেশের মুখ উজ্জ্বল করলেন সোনার মেয়ে হিমা দাস। ছবি- এপি

পোল্যান্ডের পোজনানে আয়োজিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন ভারতের স্প্রিন্টার হিমা দাস। বেশ কয়েকমাস ধরেই পিঠের চোটে ভুগছিলেন হিমা। ট্র্যাকে ফিরেই স্বমহিমায় ৪০০ মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী অ্যাথলিট।

Advertisement

২০০ মিটার শেষ করতে হিমা সময় নিয়েছেন ২৩.৬৫ সেকেন্ড। তাঁর নিজের ব্যক্তিগত সেরা সময় ২৩.১০ সেকেন্ড। আরেক ভারতীয় ভিকে ভিসমায়া এই রেসে তৃতীয় হয়েছেন ২৩.৭৫ সেকেন্ড সময় করে।

অপরদিকে ন্যাশনাল রেকর্ড জয়ী শটপাটার তেজিন্দ্র পাল সিংহ ব্রোঞ্জ জিতলেন। তিনি ১৯.৬২ মিটার ছুড়ে এই পদক অর্জন করেন। গত বছর এশিয়ান গেমসে ২০.৭৫ মিটার ছুড়ে তিনি সোনা পেয়েছিলেন। ৪০০ মিটারে ন্যাশনাল রেকর্ড জয়ী আরেক ভারতীয় মহম্মদ আনাস পুরুষদের ২০০ মিটারে ২০.৭৫ সেকেন্ড সময় করে তৃতীয় হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement