সরলেন শ্রীনি, আসলেন মনোহর

শশাঙ্ক মনোহরের আঁটসাট বোলিংয়ের দাপটে প্রথম ওভারেই উইকেট খোয়ালেন এন শ্রীনিবাসন। মেয়াদের আগেই আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল নারায়ণস্বামী শ্রীনিবাসনকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ১৪:২৯
Share:

শশাঙ্ক মনোহরের আঁটসাট বোলিংয়ের দাপটে প্রথম ওভারেই উইকেট খোয়ালেন এন শ্রীনিবাসন। মেয়াদের আগেই আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল নারায়ণস্বামী শ্রীনিবাসনকে। সোমবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব গৃহিত হয়। মুম্বইয়ের বিসিসিআইয়ের দফতরে বসে এই সভা। সভাতে নির্ধারিত হয়ে যায় ক্রিকেট প্রশাসক হিসেবে শ্রীনির ভাগ্য। ২০১৪ সালের জুন মাসে আইসিসি-র চেয়ারম্যানের মসনদে বসেন শ্রীনি। এই পদে তাঁর থাকার কথা ছিল ২০১৬ সালের জুন পর্যন্ত। মেয়াদ পেরনোর আগেই সরিয়ে দেওয়া হল তাঁকে। শ্রীনিবাসনের বদলে ভারতীয় বোর্ড থেকে মনোহরকে আইসিসি প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়। আইসিসি-র বৈঠকে বিসিসিআই সভাপতি মনোহর না যেতে পারলে তাঁর জায়গায় প্রতিনিধিত্ব করবেন শরদ পওয়ার।

Advertisement

তাই আপাতত ক্রিকেট থেকে পুরোপুরি মুছে গেল শ্রীনিবাসনের ছায়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement