Sri Lanka

কাঠগড়ায় শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো ডি’সিলভা, বেতন নিয়ে নতুন চুক্তিতে ক্ষুব্ধ ক্রিকেটাররা

বেশিরভাগ ক্রিকেটারেরই বেতন উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১১:৪৯
Share:

অখুশি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ফাইল ছবি

বেতন নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে ডামাডোল অব্যাহত। নতুন চুক্তিতে সই না করার ব্যাপারে এককাট্টা সমস্ত ক্রিকেটার। রবিবারই তাঁদের নতুন চুক্তিতে সই করার শেষ দিন। তবে শেষ পর্যন্ত যা খবর, কোনও ক্রিকেটারই তাতে সই করতে আগ্রহ দেখাননি।

Advertisement

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি এবং অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে সম্প্রতি নতুন চুক্তি ব্যবস্থা চালু করেছে শ্রীলঙ্কা বোর্ড। বলা হয়েছে, পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাদের বেতন নির্ধারিত হবে। তাতে দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্রিকেটারেরই বেতন উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। টেস্ট দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের বেতন ১ লক্ষ ৩০ হাজার ডলার থেকে কমে ৮০ হাজার ডলার হয়েছে। দিমুথ করুণারত্নের বেতন ৩০ হাজার ডলার কমে ৮০ হাজার ডলার হয়েছে।

ক্রিকেটাররা জানিয়েছেন, সামনের মাসে ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে তাঁরা যাবেন। কিন্তু নতুন চুক্তিতে কিছুতেই সই করবেন না। এই চুক্তিকে ‘অস্বচ্ছ’ বলে দাবি করেছেন তাঁরা। উল্লেখ্য, একসময় ক্রিকেট-বিশ্বকে শাসন করা শ্রীলঙ্কা এখন কোনও ধরনের ক্রিকেটেই প্রথম পাঁচে নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement