ব্যাটে-বলে দাপট কোহলিদের, সিরিজ জয়ের গন্ধ পাচ্ছে ভারত

কলম্বোর মাটিতে ইশান্ত শর্মার বীরত্বে সিরিজ জয়ের দিকে এগোচ্ছে ভারত। সোমবার মিডল ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের সৌজন্যে ৩৮৬ রানের মতো বড় টার্গেটের মুখে পড়ে শ্রীলঙ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ১৮:১৪
Share:

চণ্ডীমলের ফিরতেই উল্লাসে ফেটে পড়লেন অধিনায়ক কোহলি। ছবি: রয়টার্স।

কলম্বোর মাটিতে ইশান্ত শর্মার বীরত্বে সিরিজ জয়ের দিকে এগোচ্ছে ভারত। সোমবার মিডল ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের সৌজন্যে ৩৮৬ রানের মতো বড় টার্গেটের মুখে পড়ে শ্রীলঙ্কা।

Advertisement

চতুর্থ ইনিংসে বিশাল রানের টার্গেট তাড়া করতে প্রথমেই যে শক্তপোক্ত ভিতের প্রয়োজন হয়, এ দিন তার ধারেকাছে যেতে পারেননি লঙ্কার ওপেনাররা। প্রথম ওভারের শেষ বলে উপুল থরাঙ্গার উইকেট তুলে নিয়ে শুরুতেই ধাক্কাটা দেন ইশান্ত। প্রথম ইনিংসের মতো এ দিনও একই ফর্মে বল করলেন তিনি। তৃতীয় ওভারে করুণারত্নেকে তুলে নেন উমেশ যাদব। শ্রীলঙ্কাকে আরও নড়বড়ে করে দেন ইশান্ত। নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নিয়ে! এ বার তাঁর শিকার নির্ভরযোগ্য দীনেশ চণ্ডীমল।

এর আগে ২১-৩ স্কোর নিয়ে খেলতে নেমে বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটি ভারতকে টানল। শতরান না করলেও বহু দিন পরে ধরে খেললেন রোহিত। তবে সুনীল গাওস্করের মতে, অর্ধশতরান নয়, ভবিষ্যতে টেস্ট টিমে নিজের জায়গা পাকা করতে আরও বড়স়ড় শতরান চাই রোহিতের। এ দিন রোহিত খেললেন বেশ কয়েকটি ধ্রুপদী শট। কিন্তু, চোখধাঁধানো শট খেললেও সেই ধামিকা প্রসাদের বলে বাউন্ডারি লাইনে ধরা দিলেন তিনি। এর পরে নেমে মারকাটারি হাকড়ালেন স্টুয়ার্ট বিনি। মনে হয়, নির্দেশটা ভারতীয় থিঙ্কট্যাঙ্কেরই ছিল। না হলে নিজের অর্ধশতরানের কাছাকাছি এসেও তা হেলায় হারালেন কেন?

Advertisement

বহু দিন পরে ভারতের লোয়ার অর্ডারের প্রায় সব ব্যাটসম্যানেরাই একসঙ্গে ক্লিক করলেন। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও এ দিন রবিচন্দ্রন অশ্বিন করলেন গুরুত্বপুর্ণ ৫৮ (৮৭ বল)। অমিত মিশ্রের ব্যাট হাতে প্রদর্শনও হল প্রথম ইনিংসের মতোই জোরালো। নমন ওঝার ব্যাটেও (৩৫) রান এল। সব মিলিয়ে শ্রীলঙ্কাকে বড় রানের টার্গেট তুলে দিলেন ভারতীয়রা। দিনের শেষে কিন্তু, তিন উইকেট হারিয়ে ধুঁকছেন সঙ্গার অধুনা প্রাক্তন সতীর্থরা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement