সুনীল ছেত্রী টুইটার
সাফ কাপে জয় অধরা ভারতের। বাংলাদেশের পর ফিফা র্যাঙ্কিংয়ে ৯৮ ধাপ পেছনে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল সুনীল ছেত্রীদের। ম্যাচের ফল ০-০। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত।
আক্রমণ করলেও গোলের দরজা খুলতে পারেননি ইগর স্তিমাচের ছেলেরা। সাফ কাপে চ্যাম্পিয়ন হতে না পারলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। সেই অবস্থার মধ্যেও হতশ্রী ফুটবল খেলে যাচ্ছে ভারতীয় দল। শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেরার কাছে বারবার আটকে যাচ্ছিলেন সুনীল ছেত্রীরা।
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে নেপাল। রবিবার নেপালের বিরুদ্ধে খেলবে ভারত। পরের পর্বে যেতে হলে নেপাল ও মলদ্বীপের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়েছে তারা। গ্রুপের প্রথম দুটি দল পরের রাউন্ডে যাবে।