শ্রীদেবী। ছবি: এএফপি।
শ্রীদেবীর মৃত্যুতে সিনে দুনিয়ার পাশাপাশি যেমন ভেঙে পড়েছেন তাঁর অগণিত গুণমুগ্ধ, তেমনই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া মহলও।
দেশের সীমানা পেরিয়ে তাঁর মৃত্যু প্রভাব ফেলেছে পাকিস্তানী ক্রিকেটারদের হৃদয়েও। ওয়াকার ইউনিস থেকে শোয়েব আখতারের মতো ক্রিকেটারেরা শোক প্রকাশ করেছেন এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে।
ওয়াকার, শোয়েবদের পাশাপাশি শ্রীদেবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিখর ধবন, যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগরা।
আরও পড়ুন: ক্রিকেটে দারুণ আগ্রহ ছিল শ্রীদেবীর, বললেন সৌরভ
আরও পড়ুন: নায়কেরাই ম্লান হয়ে যেতেন শ্রীদেবীর ছটায়
শ্রীদেবীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে ওয়াকার টুইটে লেখেন “শ্রীদেবীর মৃত্যুতে আমরা শোকাহত। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।” ’ !
শ্রীদেবীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে ওয়াকার টুইটে লেখেন “শ্রীদেবীর মৃত্যুতে আমরা শোকাহত। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।” ’
শ্রীদেবীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে ওয়াকার টুইটে লেখেন “শ্রীদেবীর মৃত্যুতে আমরা শোকাহত। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।” ’ !
শ্রীদেবীর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ধবন লেখেন “শ্রীদেবীজির মৃত্যুতে শোকস্তবদ্ধ। তাঁর পরিবারকে জানাই আমার আন্তরিক সমবেদনা।”
শ্রীদেবীকে বলিউডের রানি হিসেবে চিহ্নিত করে যুবরাজ সিংহ বলেন “বলিউডের রানি শ্রীদেবীর মৃত্যুতে আমি স্তম্ভিত। ওঁর আত্মার শান্তি কামনা করি।” 🙏
তবে শুধু ক্রিকেটাররাই নন শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সানিয়া মির্জাপিভি সিন্ধুর মতো বিশিষ্ট ক্রীড়াবিদরাও। 💔 ’ 😞 🙏🏻
তবে শুধু ক্রিকেটাররাই নন শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সানিয়া মির্জাপিভি সিন্ধুর মতো বিশিষ্ট ক্রীড়াবিদরাও। 💔 ’ 😞 🙏🏻