Lionel Messi

মেসি-নেমার যুগলবন্দি কি প্যারিসে, বাড়ছে জল্পনা

মেসি-নেমার যুগলবন্দি নাকি দেখা যেতে পারে পিএসজিতেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৩৯
Share:

ফাইল চিত্র।

লিয়োনেল মেসির পরের মরসুমে বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা অব্যাহত। এই মরসুম শুরুর আগেই তিনি ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু চুক্তি নিয়ে জটিলতা আদালতে মীমাংসা করতে হবে বলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এখন কিন্তু ইচ্ছে করলেই মেসি অন্য ক্লাবের সঙ্গে কথা বলতে পারেন। প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) ও ম্যাঞ্চেস্টার সিটি তাঁকে পাওয়ার ব্যাপারে আগ্রহী অনেক দিন থেকে। তবে মেসি নাকি এখনও কোনও ক্লাবের সঙ্গে কথা বলেননি। কিছুদিন আগেও শোনা যাচ্ছিন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র স্পেনে ফিরে আবার মেসির সঙ্গে খেলার ব্যাপারে আগ্রহী। এখন শোনা যাচ্ছে উল্টোটা। মেসি-নেমার যুগলবন্দি নাকি দেখা যেতে পারে পিএসজিতেই। ব্রাজিলীয় তারকাও আগে বলেছিলেন, সেই সম্ভাবনার কথা। তিনি নিজে কিন্তু প্যারিসেই আরও চার বছর থাকছেন। তাঁর কথায়, ‘‘পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ আর ব্রাজিলকে বিশ্বকাপ দিতে চাই।’’ ব্রিটিশ প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যোগ করেছেন, ‘‘খুব বেশি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা আমার দেখা হয় না। তবে শুনেছি ওখানে খুব বেশি শারীরিক ফুটবল খেলা হয়। অবশ্য ফরাসি লিগ ওয়ানেও তাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement