ইডেনে গোলাপি বল দেবেন সেনাকর্মীরা

ভারতের প্রথম দিনরাতের গোলাপি বলের টেস্ট স্মরণীয় রাখতে এমনটাই পরিকল্পনা সিএবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০৫:০২
Share:

নজরে: ইডেনে চলে এল গোলাপি বল। নিজস্ব চিত্র

মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাস্যুটে ইডেনে নেমে এসে ভারত ও বাংলাদেশ দুই দলের অধিনায়কের হাতে টেস্ট ম্যাচের বল তুলে দেবেন সেনাকর্মীরা। ভারতের প্রথম দিনরাতের গোলাপি বলের টেস্ট স্মরণীয় রাখতে এমনটাই পরিকল্পনা সিএবির।

Advertisement

সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘প্যারাট্রুপাররা দু’টি গোলাপি বল নিয়ে আকাশ থেকে নেমে ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে তুলে দেবেন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরের সঙ্গে কথা হয়েছে।’’

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন সিএবিতে জানান, প্রথম তিন দিনের সব টিকিট নিঃশেষিত। শুক্রবারই তিনটি গোলাপি বল এসে পৌঁছায় ইডেনে।

Advertisement

ডিসেম্বরে ‘কোচ’ সানিয়া কলকাতায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement