কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।
দু’টি গ্র্যান্ড স্লামের মালিক কার্লোস আলকারাজ়। রবিবার তিনি ২১তম বাছাই ফেলিক্স অগার আলিসিমেকে হারিয়ে দিলেন স্ট্রেট সেটে। ম্যাচের ফল আলকারাজ়ের পক্ষে ৬-৩, ৬-৩, ৬-১। সহজেই টানা তিন বার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন আলকারাজ়।
আলকারাজ় এ বারের ফরাসি ওপেনে তৃতীয় বাছাই। শুরুতে তাঁর কিছু সার্ভ ব্রেক করে দেন ফেলিক্স। যদিও গেম জিতে নেন আলকারাজ়ই। ২১ বছরের তরুণ টেনিস তারকা গত বছর ফাইনাল খেলেছিলেন। এ বারেও সেই পথে এগিয়ে চলেছেন। প্রথম দু'টি গেমে আলকারাজ়ের বিরুদ্ধে কিছুটা লড়াই করলেও শেষ গেমে দাঁড়াতেই পারেননি ফেলিক্স। চোটের জন্য মাঝে বিরতি নিয়েছিলেন তিনি। ফিরে এসে লড়াই করার চেষ্টা করলেও সফল হননি।
কোয়ার্টার ফাইনালে আলকারাজ়কে খেলতে হবে স্টেফানোস চিচিপাসের বিরুদ্ধে। ৪ জুন হবে সেই ম্যাচ। এ বারের প্রতিযোগিতায় প্রথম বার কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামবেন আলকারাজ়। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালে জায়গা করে নেবেন তিনি। সেখানে দেখা হতে পারে নোভাক জোকোভিচের সঙ্গে।
রবিবার চিচিপাস জেতেন ইটালির মাতেয়ো আরনেল্ডির বিরুদ্ধে। প্রথম গেম হেরে গেলেও পরের তিনটি জিতে নেন চিচিপাস। ম্যাচের ফল চিচিপাসের পক্ষে ৩-৬, ৭-৬ (৭-৪), ৬-২, ৬-২।
মেয়েদের সিঙ্গলসে ইগা শিয়নটেক জিতলেন মাত্র ৪০ মিনিটে। তিনি হারিয়ে দিলেন আনাসতাসিয়া পোটাপোভাকে। ৬-০, ৬-০ গেমে ম্যাচ জিতলেন শিয়নটেক। কোনও লড়াই করতে পারেননি রাসিয়ার টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন শিয়নটেক।
রবিবার জিতলেন কোকো গফও। তিনি ইটালির এলিসাবেত্তা কোচিয়ারেত্তোকে হারালেন ৬-১, ৬-২ ব্যবধানে। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন গফও। সেখানে তাঁর প্রতিপক্ষ অনস জাবেউর। তিনি প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন ক্লারা টাউসনকে। ম্যাচের ফল জাবেউরের পক্ষে ৬-৪, ৬-৪।