উচ্ছ্বাস: সুইডেনের বিরুদ্ধে গোলের পরে র্যামোস। গেটি ইমেজেস
স্পেন ৩ • সুইডেন ০
ইউরো কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনের পথে আরও একধাপ এগিয়ে গেল স্পেন। সোমবার রাতে সান্তিয়াগো বের্নাবাউয়ে তিন গোলে জয়ের দু’টোই এল পেনাল্টি থেকে।
সুইডেনের বিরুদ্ধে ‘এফ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন ইস্কো, মার্কো আসেন্সিয়োরা। তবুও প্রথমার্ধে গোল অধরা ছিল। ৬৪ মিনিটে স্পেন শিবিরে স্বস্তি ফেরান অধিনায়ক সের্খিয়ো র্যামোস। পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন সুইডেনের মিডফিল্ডার সেবাস্তিয়ান লার্সন। গোল করতে ভুল করেননি র্যামোস। ৮৪ মিনিটে আলভারো মোরাতাকে বক্সের মধ্যে ফাউল করেন সুইডিশ ডিফেন্ডার ফিলিপ হেলান্দার। এ বার পেনাল্টি থেকে গোল করেন মোরাতা। ৮৭ মিনিটে স্পেনের হয়ে তৃতীয় গোল করেন মিকেল ওজ়ারসাবাল। এ দিনের জয়ের ফলে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। তবে দুরন্ত জয়ের রাতেও প্রধান কোচ লুইস এনরিকে-কে নিয়ে অস্বস্তি বাড়ছে স্প্যানিশ শিবিরে।
ব্যক্তিগত সমস্যায় টানা তিনটি ম্যাচে স্পেনের রিজার্ভ বেঞ্চে ছিলেন না এনরিকে। সহকারী রবার্ত মোরেনো গনজ়ালেস দায়িত্ব সামলাচ্ছেন। ফলে এনিরেকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট অবশ্য জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে কোচ বদলের ভাবনা নেই। এনরিকে প্রসঙ্গে র্যামোসের মন্তব্য, ‘‘কোচের না থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জাহাজের ক্যাপ্টেন তিনি। কিন্তু কোচের সমস্যাটাও আমাদের বুঝতে হবে।’’ স্পেন অধিনায়ক যোগ করেছেন, ‘‘কোচ কেন দলের সঙ্গে নেই তা নিয়ে না ভেবে খেলায় মনঃসংযোগ করাই লক্ষ্য হওয়া উচিত আমাদের। কোচ চান স্পেনের জয়, তাঁর দলে না থাকা নিয়ে আলোচনা নয়।’’
সুইডেনের বিরুদ্ধে সোমবার রাতে নতুন কীর্তিও গড়ছেন র্যামোস। স্পেনের হয়ে সব চেয়ে বেশি ম্যাচ জয়ের নজির এত দিন ছিল রিয়াল মাদ্রিদে তাঁর প্রাক্তন সতীর্থ ইকের কাসিয়াসের। সোমবার রাতে তাঁকে ছাপিয়ে গেলেন স্প্যানিশ অধিনায়ক। উচ্ছ্বসিত র্যামোস বলেছেন, ‘‘রেকর্ড ভাঙার অনুভূতি আলাদা। ফুটবল দলগত খেলা। তবে ব্যক্তিগত সাফল্যও আনন্দ দেয়।’’
সোমবার রাতে ইউরো কোয়ালিফায়ার্সে প্রত্যাশা মতোই চেক প্রজাতন্ত্র ৩-০ হারিয়েছে মন্টেনেগ্রোকে। ডেনমার্ক ৫-১ চূর্ণ করেছে জর্জিয়াকে। রোমানিয়া ৪-০ হারিয়েছে মাল্টাকে। পোলান্ড একই ফলে জিতেছে ইসরায়েলের বিরুদ্ধে। স্লোভানিয়া ৫-০ হারিয়েছে লাটভিয়াকে। অস্ট্রিয়া ৪-১ জিতেছে উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে। ইউক্রেন ১-০ হারিয়েছে লুক্সেমবার্গকে। তবে বুলগেরিয়াকে ৩-২ হারিয়ে চমকে দিয়েছে কসোভো।