ড্র করে ইউরোর মূল পর্বে স্পেনও

বেলজিয়াম, ইটালি, রাশিয়া, পোলান্ড ও ইউক্রেনের পরে ষষ্ঠ দেশ হিসেবে ইউরোর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল স্পেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ০৫:২৬
Share:

উচ্ছ্বাস: পরিবর্ত হিসেবে নেমে গোল করার পরে মোরেনো। ছবি: রয়টার্স

সুইডেন ১ স্পেন ১

Advertisement

লিসটেনস্টাইন ০ ইটালি ৫

দুই ম্যাচ বাকি থাকতেই ইউরো ২০২০-র মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল স্পেন। মঙ্গলবার নাটকীয় ভাবে রদ্রিগো মোরেনো পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে স্পেনের হয়ে সমতার গোলটি করে যান সংযুক্ত সময়ে। ৫০ মিনিটে হেডে গোল করে সুইডেনকে ১-০ এগিয়ে দিয়েছিলেন মার্কাস বার্জ। স্পেনের দাভিদ দা হিয়া অসাধারণ গোলরক্ষা করলেও চোট পেয়ে মাঠ ছাড়েন। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিরুদ্ধে আসন্ন ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত।

Advertisement

বেলজিয়াম, ইটালি, রাশিয়া, পোলান্ড ও ইউক্রেনের পরে ষষ্ঠ দেশ হিসেবে ইউরোর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল স্পেন। আটটি ম্যাচ খেলে ছ’টিতে জিতলেন সের্খিয়ো র‌্যামোসরা। দু’টি ড্র। স্পেনের পয়েন্ট ২০। সুইডেনের পয়েন্ট সেখানে ১৫। বুধবার লিসস্টেনস্টাইনকে ৫-০ গোলে হারিয়েছে ইটালি। তোরিনোর আন্দ্রিয়া বেলোত্তি জোড়া গোল করেছেন। খেলার দু’মিনিটেই ইটালিকে এগিয়ে দেন জুভেন্টাসের ফরোয়ার্ড ফেডেরিকো বার্নারডেশি। অন্য দুই গোলদাতা আলেসিয়ো রামাগনোলি ও স্টিফেন এল সারওয়ে। আটটি ম্যাচ খেলে সবক’টিই জিতল ইটালি। অন্য ম্যাচে ফিনল্যান্ড ৩-০ হারিয়েছে আর্মেনিয়াকে। আয়ারল্যান্ডকে ২-০ হারিয়েছে সুইৎজ়ারল্যান্ড। রোমানিয়া ১-১ ড্র করেছে নরওয়ের সঙ্গে।

এ দিকে, মঙ্গলবার বুলগেরিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে বর্ণবিদ্বেষী হাঙ্গামার জের এখনও চলছে। বুধবার বুলগেরিয়ার পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত ছ’জনকে আটক করেছে। চিহ্নিত করা হয়েছে আরও ন’জনকে। তাদের খোঁজ চলছে। মঙ্গলবারই বুলগেরিয়ার জাতীয় ফুটবল সংস্থার প্রধান বরিশ্লাভ মিখাইলভ পদত্যাগ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement